এখন পড়ছেন
হোম > জাতীয় > নিজামুদ্দিনের ঘটনা নিয়ে দলীয় নেতাকর্মীদের বড়সড় বার্তা বিজেপি সর্বভারতীয় সভাপতির!

নিজামুদ্দিনের ঘটনা নিয়ে দলীয় নেতাকর্মীদের বড়সড় বার্তা বিজেপি সর্বভারতীয় সভাপতির!

ভারতবর্ষে যখন করোনা ভয়াবহ আকার ধারণ করেছে, যখন সর্বত্র সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে, ঠিক তখনই দিল্লির নিজামুদ্দিন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশ এবং তাকে কেন্দ্র করে করোনা ভাইরাসের ছোঁয়া লেগে যাওয়ার আতঙ্ক তীব্র শোরগোলের সৃষ্টি করে। লকডাউনের জন্য মানুষ এমনিতেই বাইরে বের হচ্ছিলেন না। যার ফলে করোনা ভাইরাসকে মোকাবিলা করা যাবে বলে মনে করা হয়েছিল।

তবে একটা নিজামুদ্দিনের সমাবেশ এখন চিন্তা বাড়িয়ে দিয়েছে সকলের। আর এই পরিস্থিতিতে দেশের শাসক দল বিজেপির তরফে নিজামুদ্দিনের এই ঘটনা নিয়ে যাতে দলের কোনো নেতা, মন্ত্রী বিতর্কিত মন্তব্য না করেন, তার জন্য সকলকে সতর্ক করে দেওয়া হল। সূত্রের খবর, এদিন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের নেতাকর্মীদের কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন যে, নিজামুদ্দিনের ঘটনা নিয়ে কেউ যেন কোনো উস্কানিমূলক মন্তব্য না করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর যদি কেউ এই ধরনের মন্তব্য করেন, তাহলে দলের তরফে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর বিজেপির সর্বভারতীয় সভাপতির এই বক্তব্যকে ঘিরেই এখন নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন। বিশ্লেষকদের একাংশ বলছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান বিজেপির শীর্ষ নেতৃত্ব বেশ ভালো করেই জানেন যে, এই কঠিন সময়ে গোটা দেশ এক হয়ে লড়ছে। এই অবস্থায় কোনো বিশেষ সম্প্রদায়ের দিকে অভিযোগের আঙুল তোলা মানে তা জাতীয় সংহতিতে বাধা ঘটাতে পারে।

কেননা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনে থেকে নেতৃত্ব দিয়ে গোটা দেশকে বাঁচাতে চাইলেও, বিরোধীরা বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তোলার জন্য বসে আছেন। আর এই পরিস্থিতিতে নিজামুদ্দিনের ঘটনা নিয়ে বিজেপির কেউ যাতে কোনো মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করেন, তার জন্যই দলের সকলকে সতর্ক করে দিলেন জেপি নাড্ডা। এখন দলের কড়া বার্তা আদৌ বিজেপির নেতা কর্মীরা কতটা মানে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!