এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় করোনার তথ্য চাপা হচ্ছে তুঘলকি কায়দায়! বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর!

বাংলায় করোনার তথ্য চাপা হচ্ছে তুঘলকি কায়দায়! বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর!

রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলার পদক্ষেপ নিয়ে নয়, মুখ্যমন্ত্রী কার্যকলাপ নিয়ে এদিন সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ইতিমধ্যে রাজ্যে করোনার কারণে আতঙ্কে মানুষ দিশেহারা অবস্থায় রয়েছে। স্কুল-কলেজ বন্ধ, অফিস কাছারি বন্ধ, মানুষ গৃহবন্দি অবস্থায় লকডাউন পরিস্থিতিতে জেরবার। এই অবস্থায় মানুষের মনে আতঙ্ক জাগিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিত্যদিন বেড়ে চলেছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। কিন্তু মৃত্যুর সংখ্যা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন।

ইতিমধ্যে সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কিন্তু সরকারের মতে এই সংখ্যা 3। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দাবি করেছেন, করোনা ভাইরাস নিয়ে রাজ্যের সম্ভাব্য তথ্য পুরোপুরি চেপে যাওয়া হচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গ ঘোর বিপদের সম্মুখীন হবে বলে তিনি সম্ভাব্য অবস্থার ব্যাখ্যা করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন আজ। কিন্তু সেই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেননি। তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আরও তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বাবুল। বুধবার সাংবাদিক বৈঠকে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 3। বাকি 3 জনের মৃত্যুর কারণ অন্য। তবে নবান্নের শেষ খবর অনুযায়ী, এখনো পর্যন্ত রাজ্যে মারা গেছে চারজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে সব মিলিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মোট সাতজন, যদিও এটি বেসরকারি মত। পাশাপাশি নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন 16 জন। এর ফলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 53। দিনের পর দিন ভয়াবহ পরিস্থিতির জেরে আতঙ্ক ক্রমশ চেপে বসছে সাধারণের ওপর। এখনো পর্যন্ত কেউ জানেনা, করোনা ভাইরাস কতদূর পর্যন্ত তার প্রভাব বিস্তার করেছে! করোনা সতর্কতায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার সহ দেশের সমস্ত রাজ্য সরকারগুলি।

কিন্তু তা সত্ত্বেও নিত্যদিন করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে বলে খবর। অন্যদিকে, এই মুহূর্তে সব থেকে চিন্তার ব্যাপার মারণ করোনা ভাইরাসের কোন প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। আপাতত করোনাকে দূর করতে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে সর্বত্র। এই মর্মে কড়া নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আপাতত করোনার সংক্রমণকে কড়া হাতে নিষ্ক্রিয় করাই লক্ষ্য দেশের সরকারের। তবে বিশেষজ্ঞদের দাবি, মানুষ সচেতন না হলে কোনো অবস্থাতেই এই পরিস্থিতি থেকে নিস্তার নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!