এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সারদাকান্ডে বিড়ম্বনায় শুভেন্দু ! সারদা-কর্তা সুদীপ্তর চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে ।

সারদাকান্ডে বিড়ম্বনায় শুভেন্দু ! সারদা-কর্তা সুদীপ্তর চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে ।


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সারোদা থেকে শুরু করে নারোদা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে । আর এর মধ্যেই সারদা চিটফান্ড কান্ডে সিবিআই তদন্ত করতেই উঠে আসে একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের নাম । সিবিআই তদন্তে উঠে আসে সারদাকাণ্ডে একের পর এক বিভিন্ন প্রভাবশালী নেতার বিরুদ্ধে ব্যাপক টাকার লেনদেনের ঘটনা , যেখানে নাম যেখানে নাম জড়িয়ে পড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।

প্রসঙ্গ উল্লেখ্য যে এর আগেও সারদা-কর্তা সুদীপ্ত সেন তিনি জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর কাছেও টাকা গিয়েছে, তবে এমন পরিস্থিতিতে আবারো একবার সেই অভিযোগের পুনরাবৃত্তি করে সারদা-কর্তা  বিস্তারিত তথ্য দিয়ে চিঠি লিখলেন হাইকোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার  মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে । সূত্রের খবর জানা যাচ্ছে যে উক্ত চিঠিতে সারদা-কর্তা সুদীপ্ত সেন জানিয়েছেন শুভেন্দুর সঙ্গে সারদার টাকা লেনদেনের বিষয় নিয়ে  ।এদিন প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশনে ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন সুদীপ্ত সেন। তবে চিঠি দেওয়ার বিষয়টি নিয়ে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী জানান বন্দি তাঁর অধিকারে নিয়ম মেনে চিঠি দিয়েছেন সেই চিঠি তিনি পড়েননি।

তবে এই চিঠির খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে । যেহেতু আবারো নতুন করে চিঠি পাঠিয়ে বিষয়টির তদন্ত চেয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত । বর্তমানে যেভাবে রাজ্যের বিভিন্ন দুর্নীতির ঘটনায় তদন্তের জন্য নড়েচড়ে বসেছে তদন্তকারী সংস্থা সেক্ষেত্রে আগামী দিনে যে শুভেন্দু অধিকারীর জন্য পরবর্তীতে এই চিঠির প্রেক্ষিতে বড় পদক্ষেপ নেবেন কিনা সে বিষয় একেবারেই উড়িয়ে দিতে পারছেন না অনেকেই যার ফলে এই চিঠিকে কেন্দ্র করে অনেকটা চাপের মুখে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারী ।সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!