শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ জাতীয় February 10, 2018 সামনেই বিধানসভা নির্বাচন আর তাই জোরদার প্রচার চালাচ্ছে সব দলই।আর এর মধ্যেই ত্রিপুরায় বামদুর্গে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। জানা গেছে মান্দাই বিধানসভা কেন্দ্রের ৩৫১টি পরিবারের ১৬৩৫ জন ভোটার বিজেপিতে যোগ দিয়েছেন ।কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেব।সামনের বিধানসভা নির্বাচনের আগে হাজার-খানেক কর্মীদের এইভাবে বিজেপিতে যোগদান শাসক শিবিরে বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিকমহল। । আপনার মতামত জানান -