এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনার পরিসংখ্যান ঘিরে তীব্র দ্বন্দ রাজ্যে, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

করোনার পরিসংখ্যান ঘিরে তীব্র দ্বন্দ রাজ্যে, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ


দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য দেশব্যাপী 21 দিনের লকডাউন জারি করেছেন। তবে উল্লেখযোগ্যভাবে লকডাউন চললেও তার মাঝেই প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমনকি মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজ্যের অবস্থাও তথৈবচ। প্রায় প্রতিদিনই খবর পাওয়া যাচ্ছে করোনা আক্রান্তের। অন্যদিকে রাজ্যে একের পর এক আইসোলেশন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই পরিস্থিতিতে আজ নবান্নে সাংবাদিকদের সামনে করোনা পরিস্থিতি নিয়ে এক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তিনি জানান এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ বিকেল পর্যন্ত রাজ্যে ৩৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তার মধ্যে ৩ জন সুস্থ হয়ে ফিরে গিয়েছেন, ৩ জনের মৃত্যু হয়েছে। তাই এই মুহূর্তে পজিটিভ ৩১ জন।’ তবে লক্ষণীয়, মুখ্যমন্ত্রীর হিসেবের বাইরেও আরও তিনটি মৃত্যু ঘটেছে।

যাদের মধ্যে একজন মহিলার হাওড়া বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে, যিনি করোনা পজিটিভ ছিলেন বলেই জানা গেছে। অন্যদিকে, গতকাল বেলঘড়িয়াতে ধরা পড়েছিল করোনা আক্রান্ত এক ব্যক্তি। তাঁকে তড়িঘড়ি বেলঘড়িয়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখানেই মারা যান আজ এই রোগী। এছাড়া জানা গেছে, সোমবার এনআরএস হসপিটালে এক মহিলার মৃত্যু হয়েছে। যদিও তাঁর শারীরিক নমুনার রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। কিন্তু মুখ্যমন্ত্রী এই তিন করোনা মৃত্যুকে এক কথায় নাকচ করে দেন এবং বলেন, এদের কারও মৃত্যু করোনা ভাইরাসের কারণে হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পেছনে অন্য কারণ ছিল বলে এদিন মুখ্যমন্ত্রী দাবি করেছেন। এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সতর্ক করেছেন এই বলে, ‘সকাল থেকে ব্রেকিং নিউজের নামে সংখ্যা বাড়াচ্ছেন, বলছেন – লাফিয়ে বাড়ছে মৃত্যু। দয়া করে দায়িত্বজ্ঞানহীনের মতো এসব করবেন না। সরকারি হিসেব না পেলে কোনও তথ্য দেওয়া যাবে না। এসব তো মানুষের মনে ভীতি তৈরি করবে। আপনারা দেখাচ্ছেন, ৬ জনের মৃত্যু। অথচ বাকি ৩ জনের মৃত্যুর খবর সরকারের কাছে নেই।’ এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের সামনে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকার কথা উল্লেখ করছেন বলে জানা গেছে।

রাজ্যজুড়ে লকডাউন চলাকালীন বহু মানুষকেই দেখা যাচ্ছে লকডাউন পরিস্থিতিকে তুড়ি মেরে উড়িয়ে জমায়েত করতে। এদিন মুখ্যমন্ত্রী এই ঘটনাকে নজরে রেখে রাজ্যবাসীর কাছে আবেদন করেন, ‘লকডাউন সফল করুন। সামনের দুটো সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে খুবই সাবধানে থাকতে হবে। শরীরের যত্ন নিতে হবে। সিদ্ধভাত খান পেটভরে, জল খান বেশি করে। রাস্তায় বেরিয়ে এখনও আড্ডা চলছে। এটা চলবে না। আড্ডার অনেক সময় পাবেন। আপাতত এগুলো বন্ধ রাখুন। তা নইলে লকডাউন করেও সংক্রমণ রোখা যাবে না। আমরা স্টেজ থ্রি-তে পৌঁছে যাব।’

তবে নবান্নে সাংবাদিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, করোনা নিয়ে মানুষের মনে ইতিমধ্যেই প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমের উদ্দেশে এই বার্তা দিয়ে আসলে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থেকে যে উত্তেজনা তৈরি হচ্ছে সেটাকেই প্রশমিত করতে চেয়েছেন। নবান্নে সাংবাদিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে রক্তদান শিবির চলছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!