এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > স্কুল খুলতেই কঠোর পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের, বাড়ানো হলো ক্লাসের সময়সীমা

স্কুল খুলতেই কঠোর পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের, বাড়ানো হলো ক্লাসের সময়সীমা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল রাজ্যের স্কুলগুলি। সদ্য বেজেছে স্কুলের ঘন্টা। আর স্কুল খুলতেই ক্লাসের সময় সীমা নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন থেকে আর শনিবার অর্ধদিবস নয়, অন্যান্য দিনের মতো শনিবারও সম্পূর্ণ ক্লাস নিতে হবে শিক্ষকদের। শনিবার পূর্ণদিবস স্কুল খোলা থাকবে।

এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানালেন যে, এখন থেকে শনিবার পূর্ণদিবসের জন্য স্কুল খোলা থাকবে। প্রধান শিক্ষক, শিক্ষিকারা যেন অন্যান্য শিক্ষকদের এ বিষয়ে অবগত করেন। এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে শনিবার অর্ধদিবস রাখার পর হঠাৎ কেন নেয়া হলো এই পদক্ষেপ? জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে সিলেবাস যাতে তাড়াতাড়ি শেষ করা যায়, সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তকে অনেক শিক্ষক যেমন স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বিরুদ্ধ মতও পোষণ করেছেন। কিছু শিক্ষক জানিয়েছেন, এতদিন ধরে স্কুল বন্ধ থাকলেও তারা বাড়িতে বসে নিয়মিত কাজ করেছেন, অনলাইন ক্লাস নিয়েছেন, অ্যাক্টিভিটি টাস্ক এর কাজ করেছেন, মিড ডে মিলের কাজ করেছেন। তাই এবার থেকে শনিবার যদি পূর্ণদিবস স্কুল খোলা থাকে, তাহলে তা একদমই ঠিক হবে না।

আবার বেশ কিছু শিক্ষক জানিয়েছেন যে, তারা দূরে থাকেন। শনিবার অর্ধদিবস ছুটি হয়ে যাবার পর তারা মেস বা ভাড়াবাড়ি থেকে বাড়ি ফিরে যান, আবার সোমবার এসে তারা কাজে যোগদান করেন। শনিবার যদি পুরো স্কুল করতে হয় তবে তাদের যথেষ্ট অসুবিধা হবে। আবার বেশ কিছু শিক্ষক এমনটাও জানাচ্ছেন যে, শনিবার অর্ধেক স্কুল করে বাড়ি যেতে ছাত্রছাত্রীরা অনেকদিন ধরেই অভ্যস্ত। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে স্কুলে আসার অভ্যাস চলে গিয়েছিল। এখন সপ্তাহের ছদিনই যদি মাস্ক পরে পূর্ণসময় ধরে স্কুল করতে হয়, তবে ছাত্রছাত্রীরা যথেষ্ট অসুবিধায় পড়বে। মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত ছাত্র-ছাত্রীদের যথেষ্ট অসুবিধায় ফেলবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!