এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারি ধান কেনায় ব্যাপক দুর্নীতি ধরা পড়তেই একের পর এক কড়া পদক্ষেপ খাদ্যমন্ত্রীর

সরকারি ধান কেনায় ব্যাপক দুর্নীতি ধরা পড়তেই একের পর এক কড়া পদক্ষেপ খাদ্যমন্ত্রীর


দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল সরকারের কাছে। এবার সেই অভিযোগের রাশ কমাতে কড়া পদক্ষেপ নিল রাজ্য খাদ্যদপ্তর। কিন্তু ঠিক কোন ইস্যুতে ব্যবস্থা নিচ্ছে রাজ্য? প্রসঙ্গত উল্লেখ্য, কৃষকদের কাছ থেকে ধান কেনার সময় “ভার্চুয়াল অ্যাকাউন্ট” এর ব্যবহার হওয়ায় বিভিন্ন অনিয়মের খবর দীর্ঘদিন ধরেই সরকারের কাছে আসত।

জানা যায়, সমবায় সংস্থাগুলো সরকারের হয়ে কৃষকদের কাছ থেকে যখন ধান কিনত তখনই এই ভার্চুয়াল অ্যাকাউন্ট ব্যবহার করত। কিন্তু এতে কৃষকদের নামের কোনো উল্লেখ না থাকায় একটা বড় সমস্যার সৃষ্টি হতো। যেমন, সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়ায় এই ভার্চুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে ধান কিনলে ব্যাপক অনিয়মের অভিযোগ আসে সরকারের কাছে।

যার জেরে তদন্তে নেমে খাদ্যদপ্তর জানতে পারে যে, ভুয়ো কৃষকদের নাম ব্যবহার করেই এই ধান কেনা হয়েছে। তবে শুধু উলুবেরিয়াই নয়, ভবানীপুর এলাকাতেও এই ধরনের একটি অভিযোগ পাওয়ায় তদন্তে নেমে এক রাইস মিলের মালিক ও তার দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে বিগত বেশ কয়েক বছর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে, “আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে অনলাইন কৃষকের ব্যাংক একাউন্টে ধান বিক্রির টাকা পাঠিয়ে দিতে হবে।”

কিন্তু বাস্তবে সেখানে প্রবল গলদ ধরা পড়ে। রাজ্য খাদ্য দপ্তরকে ভার্চুয়াল একাউন্টের মাধ্যমে কৃষকদের টাকা দেওয়া হবে বলে আশ্বাস দিলেও অনেক সময় তা না করে সমবায় সংস্থা এবং রাইস মিল মালিকদের একাংশ ভুয়ো কৃষকদের নামে ধান কেনাবেচা করত। কিন্তু এবারে এই রাইস মিল মালিক এবং সমবায় সংস্থার অসাধু প্রয়াসকে বন্ধ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য খাদ্যদপ্তর।

সূত্রের খবর, এবার থেকে সমবায় সংস্থাগুলিকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য প্রামাণ্য নথি জমা দিতে হবে। এমনকি সমবায় সংস্থাগুলি ধান কেনার জন্য যে কমিশন পাবে তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌছে দেবে রাজ্য।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিনই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সমবায় সংস্থাগুলি চলতি খারিফ মরসুম থেকে সরকারের হয়ে যে ধান কিনবে তার দাম তাদের খোলা “ভার্চুয়াল অ্যাকাউন্টে দেওয়া হবে না। সব ক্ষেত্রেই এই ধানের দাম কৃষকদের ব্যাংক একাউন্টে জমা পড়বে।” সব মিলিয়ে সরকারি ধান কেনায় ব্যাপক দুর্নীতি আটকাতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!