পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি রাজ্য February 10, 2018 পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। কয়েকদিন আগে সবং ,উলুবেড়িয়া,নোয়াপাড়া এই সব উপনির্বাচনে শাসকদলের কাছে হেরে গেছে বিজেপি এবার তা থেকে শিক্ষা নিয়ে আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপি।আর তাই একটি কর্মশালার আয়োজন করা হয়েছে আগামী ২৪ ফেব্রুয়ারি।জানা গেছে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব সেখানে পঞ্চায়েত স্তরের নেতা-কর্মীদের নানান পরামর্শ দেবেন ,সাহস জোগাবেন। তবে কোথায় হবে এই কর্মশালা তা এখনো ঠিক হয়নি। বিজেপির সাধারণ সম্পাদক দেবশ্রী চৌধুরি বলেন, গত কয়েকটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে যেভাবে ভোট লুট ও সন্ত্রাস চালিয়েছে, আর যেহেতু পঞ্চায়েত শাসকদলের নেতাদের কাছে টাকা তোলার খনি। স্বভাবতই কোনও মতেই তা হাতছাড়া করতে চাইবে না। তাই আসন্ন পঞ্চায়েত ভোটে ব্যাপক খুনোখুনির আশঙ্কা করছে বিজেপি। তিনি বলেন তাইকঠিনতম এই লড়াইয়ে জোড়াফুল শিবিরকে কড়া চ্যালেঞ্জ জানানোর জন্য এখন থেকেই বাছাই করা কর্মীদের মাঠে নামিয়ে দিতে চাই আমরা। সেই কারণে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব রাজ্যের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে পঞ্চায়েত ভোটে লড়াই করার দিক নির্দেশ দেবেন।অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে টেক্কা দেবার মতো মুখ বিজেপিতে এখনই নেই তাই তৃণমূলের বিক্ষুব্ধ নেতা নেত্রীদেরই টার্গেট করছে বিজেপি এমনটাও মনে করছে রাজনৈতিকমহল।তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন সর্বভারতীয় নেতা মুকুল রায়কে বিজেপিতে নেওয়া হয়েছে। তাঁর উপর এই বিষয়ে বাড়তি দায়িত্ব দেওয়ার ভাবনা চলছে বলেও জল্পনা শুরু। আপনার মতামত জানান -