এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল বধে বিজেপির মাস্টারস্ট্রোক তৈরী

তৃণমূল বধে বিজেপির মাস্টারস্ট্রোক তৈরী

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। কয়েকদিন আগে সবং ,উলুবেড়িয়া,নোয়াপাড়া এই সব উপনির্বাচনে শাসকদলের কাছে হেরে গেছে বিজেপি কিন্তু তাতে এতটুকুও মনোবল ভাঙেনি। বরঞ্চ ভোটের রেজাল্ট দেখে অভিভূত বিজেপি নেতৃত্ব থেকে বিজেপি কর্মী-সমর্থকরা। আর তাই এবার আরো জোরতার দিয়ে লেগেছে বিজেপি আর তাই দলের বিজেপির এক সূত্রে খবর যে রাজ্যে তৃণমূলকে ভাঙতে সংগঠনকে আরো মজবুত করতে দল ভাঙ্গাকেই বেশি গুরুত্ত্ব দিচ্ছে বিজেপি আর তাই তাদের লক্ষ্য হচ্ছে ঘরের শত্রু বিভীষণদের সামনে আনতে। পাশাপাশি বিক্ষুব্ধ তৃণমূলকেও নিজেদের দিকে ভেড়াতে চাইছে বিজেপি। এদিকে তৃণমূলের যারা এই পঞ্চায়েত আসনে শাসক শিবিরে বঞ্চিত ক্ষমতা না পাওয়ার জ্বালা জুড়াতে তাদের অনেককেই বিজেপি নিজেদের টিকিটে দাঁড় করানোর দিকেও ঝুঁকেছে।আর এই সব নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন সর্বভারতীয় নেতা মুকুল রায়কে বিজেপিতে নেওয়ার পর তেমন কোনো পদ দেওয়া হয়নি এইবার তাঁর উপর এই বিষয়ে বাড়তি অনেক দায়িত্ব দেওয়ার ভাবনা চলছে বলেও জানা গেছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!