এখন পড়ছেন
হোম > রাজ্য > ভারতী ঘোষ প্রসঙ্গে মুখ খুললেন মুকুল রায়

ভারতী ঘোষ প্রসঙ্গে মুখ খুললেন মুকুল রায়


ভারতী ঘোষ বিজেপিতে যাচ্ছেন,মুকুল রায়ের সাথে তার যোগাযোগ হচ্ছে এই সব নিয়ে জল্পনা চলছিলই।এবার এই সব নিয়েই মুখ খুললেন মুকুল রায়৷ আর মুখ খুলেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি এদিন বলেন,‘কাজের সময় কাজি, কাজ ফুরলেই বাজি’ পাশাপাশি বলেন, ‘‘যতদিন প্রয়োজন ছিল, ততদিন ভারতীকে নিজের ঘনিষ্ঠবৃত্তে রেখেছিলেন তৃণমূল নেত্রী৷ কাজ ফুরোতেই ভারতী বিরাগভাজন হয়েছেন৷এই রাজ্যে কোনও গণতন্ত্র নেই। প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে প্রতিহিংসা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি এই নিয়ে প্রশ্ন তোলেন যে,‘ভারতী ঘোষ যখন পদে বহাল ছিলেন, তখন কেন তাঁর ‘দুর্নীতি’ নিয়ে রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি?’
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে পা বাড়িয়েছেন অনেকে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরেই গণতন্ত্রর গলা টিপে ক্ষমতা ধরে রাখতে চাইছে তৃণমূল৷তৃণমূলের এমন অনেককে জানি, যাঁরা প্রতিনিয়ত বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷অপেক্ষা করুন৷ সময় এলেই তাঁরা বিজেপিতে যোগদান করবেন৷’’এর পর তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন,‘এই রাজ্যে কোনও গণতন্ত্র নেই। প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে প্রতিহিংসা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!