এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কুচবিহারে গিয়ে একাই ঝড় তুলে দিচ্ছেন দিলীপ ঘোষ, সামাল দিতে আসরে জেলা তৃণমূলের সব হেভিওয়েট?

কুচবিহারে গিয়ে একাই ঝড় তুলে দিচ্ছেন দিলীপ ঘোষ, সামাল দিতে আসরে জেলা তৃণমূলের সব হেভিওয়েট?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। আর তার আগেই এবার শাসক-বিরোধী তরজায় জমে উঠেছে বঙ্গ রাজনীতি। বুধবার কোচবিহারে নানা রাজনৈতিক কর্মসূচি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার রাতে কোচবিহারে এসে সাগরদিঘির পাশে প্রাতঃভ্রমণ করেন তিনি। পরদিন সুকান্ত মঞ্চে দলের পক্ষ থেকে বিজয়া সম্মেলনীতে যোগ দিয়ে সেখান থেকে দিনহাটায় মহামিছিলে অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য সভাপতি।

আর এরপরই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্র নাটাবাড়িতে একটি জনসভা করেন দিলীপবাবু। যেখানে তৃণমূল কংগ্রেস এবং রবীন্দ্রনাথ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তবে দিলীপ ঘোষ সভার মধ্যে দিয়ে তৃনমূলকে কড়া ভাষায় আক্রমণ করার সাথে সাথেই এবার পাল্টা বিজেপিকে আক্রমণ করা শুরু করল তৃণমূল নেতৃত্ব। জানা যায়, বুধবার দুপুরে দিলীপ ঘোষের মিছিলের পাল্টা সন্ধ্যায় একটি পথসভা করে তৃণমূল নেতৃত্ব।

সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়, জেলা যুব তৃনমূলের সভাপতি অভিজিত দে ভৌমিক, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সহ অন্যান্যরা। আর সেখানে দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে দেন দিনহাটার তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “দিলীপবাবু শহরে মিছিল করেছেন। আমরা আশা করেছিলাম উনি সভা করবেন। সেখানেই প্রমাণিত হত, ওনার কথা কতজন কতক্ষণ শোনেন।” স্থানীয় মহলের দাবি, দিলীপ ঘোষের এই সভায় বেশ ভালই মানুষের ঢল দেখা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস। তাই পাল্টা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ জানাতে এদিন তৃণমূলের পক্ষ থেকে মিছিল করে এই ধরনের বক্তব্য প্রদান করা হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি। যেখানে একটি আসন বাদে প্রায় সবকটি আসন দখল করেছিল ভারতীয় জনতা পার্টি।

বাকি একটি আসন গিয়েছিল কংগ্রেসের দখলে। সেদিক থেকে উত্তরবঙ্গের খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। তাই এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তৃণমূলকে পাল্টা চাপে রাখতে এদিন কোচবিহারে এসে নানা মিটিং মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আর দিলীপ ঘোষের সভা যাতে জমকালো হতে না পারে এবং মানুষের মনে জায়গা করে নিতে না পারে, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে পাল্টা ময়দানে নেমে দিলীপ ঘোষের সভা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হল। যার ফলে কোচবিহার জেলা রাজনীতিতে নতুন করে শাসক-বিরোধী তরজা তৈরি হয়ে গেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!