এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির দলিত ভোটব্যাঙ্ক ছিনিয়ে নিতে আসরে নামলেন মায়াবতী

বিজেপির দলিত ভোটব্যাঙ্ক ছিনিয়ে নিতে আসরে নামলেন মায়াবতী


সারা দেশে দলিত বিক্ষোভের বিচ্ছিন্ন ঘটনায় পর্যদস্ত কেন্দ্রের বিজেপি সরকার। এই ঘটনাকেই হাতিয়ার বানাতে চাইছে বহুজন সমাজ পার্টি (বসপা)। প্রত্যন্ত গ্রামাঞ্চলে দলিত বিরোধী বিজেপি নেতৃত্বের চেহারা প্রকাশ্যে আনতে তৎপর এই দল। জানা গিয়েছে এই উদ্দেশ্যে বিভিন্ন গ্রামে তাঁরা গ্রাম সভা বা চৌপল করবে। বসপা নেত্রী মায়াবতী এদিন গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ এনে বললেন বিজেপি দল আদতে দলিতদের দয়া করে। এই ধারণার সপক্ষে যুক্তি হিসেবে তিনি জানালেন বিচ্ছিন্ন দলিত বিক্ষোভের ঘটনাগুলিই তাঁদের সেই ধারণার সত্যতা প্রমাণ করে। বসপা নেত্রী মায়াবতী দলীয় নেতৃত্বকে চৌপল করার নির্দেশ দিয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই চৌপলের উদ্দেশ্য হবে বিজেপি সরকারের গরীব বিরোধী ও দলিত বিরোধী বার্তা প্রচার করা । বিজেপির বিরুদ্ধে দলিত ক্ষোভকে তাই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বসপা। এদিকে দলিত বিক্ষোভের ঘটনায় বিজেপির উচাটন স্পষ্ট ভাবে দেখা গিয়েছে। বসপা , বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছে বিভিন্ন দলিত সমর্থকের বাড়িতে গিয়ে ছলনা করছে বিজেপি সরকার । যা এককথায় বললে প্রতারণা ছাড়া অন্য কিছুই নয়। উল্লেখ্য বর্তমানে দেশের যেসব রাজ্যে দলিত বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল সেই সব রাজ্যেই বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছিল । বিজেপি সরকারের ব্যর্থতাকেই ঐসব রাজ্যে দলিত বিক্ষোভের কারণ হিসেবে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে প্রতিশ্রুতি মাফিক দলিতদের প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থানেরও ব্যবস্থা করতে পারেনি বিজেপি সরকার। এদিন বসপা নেতৃত্ব অভিযোগ করলেন যে আরএসএসের মানসিকতা হলো দলিত সম্প্রদায়কে দমন করে রাখা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!