এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গ্রেপ্তার নয়, অভিযুক্ত ভানুর বাড়ি পাহাড়ায় পুলিশ! গর্জে উঠলেন শুভেন্দু!

গ্রেপ্তার নয়, অভিযুক্ত ভানুর বাড়ি পাহাড়ায় পুলিশ! গর্জে উঠলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এগরাতে ঘটে গিয়েছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। প্রাণ গিয়েছে প্রচুর মানুষের। আর তারপর থেকেই এই ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে গ্রামবাসীরা। কিন্তু এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে সিআইডি তদন্ত। আর এই পরিস্থিতিতে বাড়ি এলাকায় গিয়ে সেই মূল অভিযুক্তের বাড়িতে কেন পুলিশ পাহারা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে সবাই অভিযুক্তের গ্রেফতারি এবং শাস্তির দাবিতে সরব, সেখানে পুলিশের এই পদক্ষেপ নিয়ে রীতিমতো গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন এগরায় ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই আহত এবং নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তবে যেখানে অভিযুক্তকে খুঁজে গ্রেফতার করার দাবি করছেন সকলে, সেখানে সেই অভিযুক্তের বাড়িতে কেন পাহারা দিচ্ছে পুলিশ, তা নিয়ে রীতিমতো সরকারকে ধুয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ভানু বাগের বাড়িতে এই পুলিশ পাহারা দিচ্ছে। এদের লজ্জা থাকা দরকার।

আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ঘিরেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে। একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর এই দাবি যদি সত্যি হয়, তাহলে সত্যিই তা অত্যন্ত লজ্জার বিষয়। যেখানে সকলে অভিযুক্তের শাস্তির দাবি করছেন, সেখানে তার বাড়িতে পুলিশ কেন পাহারা দিচ্ছে! তাহলে কি তাকে বাঁচাতে চাইছে পুলিশ! তবে আর এক পক্ষ অবশ্য অন্য যুক্তি দিচ্ছে। তাদের বক্তব্য, বর্তমানে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। গ্রামবাসীরা রীতিমত ক্ষোভে ফুঁসছেন।

তাই এই পরিস্থিতিতে অভিযুক্তের বাড়ির সামনে পুলিশ প্রহরা দিয়ে যাতে অন্য কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়, এবং আইন শৃঙ্খলা হাতের বাইরে বেরিয়ে না যায়, তার জন্যই প্রশাসন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে। তবে বর্তমান পরিস্থিতিতে অভিযুক্তের বাড়ির সামনে পুলিশ যে কারণেই থাকুক না কেন, শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর যে প্রশাসনের ভূমিকা নিয়ে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমানসে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!