এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BIG BREAKING- অবশেষে জল্পনার অবসান, বিধাননগর পৌরসভার মেয়র হতে চলেছেন ইনি, জেনে নিন

BIG BREAKING- অবশেষে জল্পনার অবসান, বিধাননগর পৌরসভার মেয়র হতে চলেছেন ইনি, জেনে নিন


সব্যসাচী দত্তকে নিয়ে অনেক দিন ধরেই বিধাননগর পৌরসভায় টানাপোড়েন চলছিল। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে মিলিত হয়ে সেই আন্দোলনে যোগদান করে তিনি নিজের দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তিকে বাড়িয়ে দিয়েছিলেন। এমনকি সেই আন্দোলনে যুক্ত থেকে নিজের দলের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়তেও দেখা গিয়েছিল বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে।

পাশাপাশি একাধিক সময়ে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে সেই সব্যসাচী দত্তের নানা বৈঠক তৃণমূলের অস্বস্তিতে প্রবলভাবে বৃদ্ধি করেছিল। এদিকে এই ঘটনার পরই সেই সব্যসাচী দত্তর ডানা ছাটার জন্য বিধাননগর পৌরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে বেশ কিছুদিন আগে তৃণমূল ভবনে বৈঠক করেন কলকাতা পৌরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে মেয়র পদে থাকা সব্যসাচী দত্তর গুরুত্ব কমিয়ে সেই মেয়র পদ দেখভালের জন্য ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেয় তৃণমূল। আর এরপর নানা মহলে নানা গুঞ্জন শুরু হলে কিছুদিন আগেই সেই সব্যসাচি দত্তের বিরুদ্ধে বিধাননগর পৌরসভার তৃণমূলের কাউন্সিলররা অনাস্থা আনে। যার পরিপ্রেক্ষিতে সেই অনাস্থার জন্য অপেক্ষা না করে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে মাস্টারস্ট্রোক দেন সব্যসাচী দত্ত। আর সব্যসাচী দত্ত মেয়র পদে ইস্তফা দিতেই বিধাননগর পৌরসভার পরবর্তী মেয়র কে হবে, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল। তালিকায় উঠে এসেছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর নাম। তবে শেষ পর্যন্ত কে বিধাননগর পৌরসভার মেয়র হয়, তার দিকে নজর ছিল প্রত্যেকেরই। অবশেষে যবনিকার পতন হল।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে বিধাননগর পৌরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী এবং মেয়র পরিষদ দেবাশীষ জানা নবান্নে যান। আর এরপরই সাংবাদিকদের সামনে এই তৃণমূলের নেতা নেত্রীরা কোনো মন্তব্য না করলেও বৈঠক শেষ হওয়ার পরে সেই পুর প্রতিনিধি দলের কাছে বার্তা পৌঁছে যায় যে, বিধাননগর পৌরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীকেই বিধাননগর পৌরসভার মেয়র পদের দায়িত্ব দেওয়া হচ্ছে।

জানা গেছে, ছাত্র রাজনীতি থেকে হাতেখড়ি কৃষ্ণা চক্রবর্তী দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। ফলে তাকে মেয়র পদে এনে সব্যসাচী দত্তকে বার্তা দিতে চাইল তৃণমূল। কিন্তু কৃষ্ণা চক্রবর্তী মেয়র পদে আসলে কে হবে বিধান নগর পৌরসভার পরবর্তী চেয়ারপার্সন! সূত্রের খবর, পূর্বতন বিধাননগর পৌরসভার প্রথম তৃণমূলের পুরপ্রধান অনিতা মন্ডলকে চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হতে পারে। সব মিলিয়ে অবশেষে বিধাননগর পৌরসভার যবনিকার পতন হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!