এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ২৫% বুথে এখনও বুথ কমিটিই তৈরী করতে পারে নি বিজেপি, মেনে নিচ্ছেন খোদ সভাপতি, উড়ছে ঘুম!

২৫% বুথে এখনও বুথ কমিটিই তৈরী করতে পারে নি বিজেপি, মেনে নিচ্ছেন খোদ সভাপতি, উড়ছে ঘুম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে বিশেষভাবে তৎপর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু দেখা যাচ্ছে, রাজ্যের বেশ কিছু স্থানে দুর্বল হয়ে আছে বিজেপি। বেশ কিছু স্থানে এখনো বুথ কমিটি গঠন করতে পারেনি বিজেপি। বিশেষত উত্তর দিনাজপুর জেলায় ২৫ % বুথে এখনো বুথ কমিটি গঠন করা সম্ভব হয়নি বিজেপির। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি এ বিষয়টি মেনে নিয়েছেন। তাই কোন সময় নষ্ট না করে দ্রুত বুথ গঠনের কাজে মন দিল বিজেপি।

প্রসঙ্গত উত্তর দিনাজপুরের মোট নয়টি বিধানসভা কেন্দ্র আছে। আর জেলার মোট বুথের সংখ্যা ২ হাজারেরও কিছু বেশি। তার মধ্যে দেখা যাচ্ছে ৫০০ টি বুথে কোন বুথ কমিটি তৈরি করতে পারেনি বিজেপি। অর্থাৎ এই জেলার মোট ২৫ শতাংশ বুথে বুথ কমিটি নেই বিজেপির। এভাবে, জেলার মোট ২৫ % বুথে বুথ কমিটি তৈরি গঠন করতে না পারায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রাজনৈতিক মহলেও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিজেপিকে। এদিকে সামনেই আছে আগামী বিধানসভা নির্বাচন।

সম্প্রতি, বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি দলের সাংগঠনিক শক্তির বিষয়ে লক্ষ রাখতে প্রতিটি এলাকা ঘুরে ঘুরে দেখছেন। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলার এই ৫০০ টি বুথে বুথ কমিটি না থাকলেও দলের সাংগঠনিক কাজকর্ম চলছে। সাংগঠনিক কাজকর্ম চালাতে তাদের কোন সমস্যা হচ্ছে না। আবার যেসব বুথে বুথ কমিটি নেই, সেসব জায়গায় বিজেপির কর্মী ও ভোটার আছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানালেন যে, উত্তর দিনাজপুর জেলার মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের প্রায় ৫০০ টি বুথে বিজেপি বুথ কমিটি গঠন করতে পারেনি। এই সমস্ত বুথে বিজেপির তেমন জনবল নেই। কিন্তু এখানে বিজেপির কর্মী ও ভোটাররা আছেন। তাঁর অভিযোগ, সন্ত্রাসের ভয়ে বিজেপি কর্মীরা এখনও বুথ কমিটি গঠন করতে পারেননি। তবে আগামী বিধানসভা নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। গতকাল থেকে জেলার সমস্ত বুথে ১০ দিনের ট্যুর শুরু করলেন জেলা বিজেপি সভাপতি।

এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, ১০ দিনের এই ট্যুরে প্রতিদিন দুটি পূর্ণাঙ্গ মন্ডল কমিটি ও সেই এলাকার সমস্ত বুথ সভাপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বুথ কমিটিতে কি কি সমস্যা আছে? প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে কিনা? নির্বাচনের মানেজমেন্ট টিম গঠন করা হয়েছে কিনা? এই সমস্ত কিছু নিয়েই আলোচনা চলবে। আগামী ১০ দিন ধরে চলবে এই বিশেষ কর্মসূচি। এই কর্মসূচি শেষ হবার পরে সমস্ত এলাকার সংগঠনের পরিস্থিতি বিচার করে আবার নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। পরবর্তীতে অঞ্চলভিত্তিক সভা করা হবে, এরপর বুথস্তর ভিত্তিক সভা করা হবে। আবার জেলার বিভিন্ন এলাকায় গৃহ সম্পর্ক অভিযান চালু থাকবে।

এদিকে, কালিয়াগঞ্জ উপনির্বাচনের সময় সেখানে কিছু প্রতিনিধি নিয়োগ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। যে প্রতিনিধির নাম হল ‘পান্না প্রমুখ’। জেলার বিধানসভা এলাকাগুলোতে এদের নিয়োগের কাজ শুরু হয়েছে। হিন্দিতে ‘পান্না’ বলতে বোঝায় ‘পৃষ্ঠা’। পান্না প্রমুখরা ভোটার তালিকা অনুযায়ী প্রত্যেক পাতার দুদিকে যাঁদের নাম থাকবেন, তাদের সকলের সঙ্গে যোগাযোগ রাখবেন। এভাবে সংগঠনকে শক্তিশালী করতে দ্রুত উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। তবে, জেলার মোট ২৫ % বুথে এখনো বুথ কমিটি না থাকায় দলের দুর্বলতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!