এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “সিভিক পুলিশরা ক্রীতদাস” পঞ্চায়েতে মনোনয়নের মাঝেই তুঙ্গে রাজ্যের বিড়ম্বনা!‌

“সিভিক পুলিশরা ক্রীতদাস” পঞ্চায়েতে মনোনয়নের মাঝেই তুঙ্গে রাজ্যের বিড়ম্বনা!‌


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের প্রশাসনের ওপর বিরোধীদের একেবারেই ভরসা নেই। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার পর থেকেই সেই প্রশাসন নিয়ে নানা অভাব অভিযোগ করতে শুরু করেছে বিরোধীরা রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, সিভিক পুলিশদেরও এই ভোটের কাজে লাগানো হবে বলেও আশঙ্কা করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে সেই সিভিক পুলিশদের বিষয়ে কটাক্ষ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

 

প্রসঙ্গত, এদিন সিভিক পুলিশদের নিয়ে মন্তব্য করেন অধীরবাবু। তিনি বলেন, “সিভিক পুলিশদের শুধুমাত্র ক্রীতদাস বানানোর জন্য ব্যবহার করা হচ্ছে। পোষা বাহিনী বানানোর জন্য ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র 9, 10 হাজার টাকা দিয়ে এদেরকে এইভাবে ব্যবহার করছে রাজ্য।” একাংশের মতে, অধীর চৌধুরীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের একটি নির্দেশে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, সিভিক পুলিশদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু তারপরেও নির্বাচনের ক্ষেত্রে সেই সিভিক পুলিশদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের একাংশের। আর এই পরিস্থিতিতে রাজ্যকে গোটা বিষয়ে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!