এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়ন শুরু হতেই ইঁট-লাঠি নিয়ে চড়াও শাসকদল, মুর্শিদাবাদে অভিযোগ বিরোধীদের

মনোনয়ন শুরু হতেই ইঁট-লাঠি নিয়ে চড়াও শাসকদল, মুর্শিদাবাদে অভিযোগ বিরোধীদের


কলকাতা হাই কোর্টের নির্দেশে ২৩ শে এপ্রিল সোমবার মনোনয়নপত্র পেশের জন্যে অতিরিক্ত দিন হিসেবে ধার্য হয়। এদিন সকালে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় একটি বিচ্ছিন্ন সন্ত্রাসের ঘটনার অভিযোগ উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সকালে মনোনয়নপত্র পেশ করার জন্যে প্রার্থীরা বিডিও অফিসের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

হঠাৎই যেখানে কিছু দুষ্কৃতি এসে উপস্থিত হয়। তাঁরা লাইনে দাঁড়ানো সিপিএম এবং কংগ্রেসের প্রার্থীদের ওপরে চড়াও হয়। প্রথমে অশ্লীল কিছু শব্দ ব্যবহার করে প্রার্থীদের উত্তেজিত করা চেষ্টা করে দুষ্কৃতিরা কিন্তু এতে সাফল্য না পেয়ে তারা প্রার্থীদের ওপরে ইট ও লাঠি নিয়ে আক্রমন করে। পাশাপাশি ব্যাপক মাত্রায় শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ উঠেছে। এইভাবে এলাকার দখল নেয় আক্রমনকারী দুষ্কৃতিরা। আক্রান্ত বিরোধীরা এই ঘটনার সমস্ত দায় শাসকদলের ওপরে চাপিয়ে জানিয়েছে ঘটনাস্থলে এদিন সকাল থেকে কোনো পুলিশ মোতায়েন ছিলোনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!