এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পিকে হলেন ‘ডাহা ফ্লপ’? জল্পনা বাড়িয়ে দলের বিদ্রোহী হেভিওয়েটদের বাগে আনতে আসরে এবার খোদ মমতা

পিকে হলেন ‘ডাহা ফ্লপ’? জল্পনা বাড়িয়ে দলের বিদ্রোহী হেভিওয়েটদের বাগে আনতে আসরে এবার খোদ মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূলের অন্দরে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে বিভিন্ন নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের মধ্যে। বিক্ষুব্ধ মনোভাব নিয়ে অনেকেই দল ছেড়েছেন, আবার অনেকেই দলে থেকেও এখনো পর্যন্ত বিরোধিতা ছাড়ছেন না। জানা যাচ্ছে, বিক্ষুব্ধদের প্রায় সবারই ক্ষোভ প্রকাশ পেয়েছে মূলত তৃণমূলের বর্তমান ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের ওপর। প্রশান্ত কিশোরের বিরোধিতায় কেউ প্রকাশ্যে, কেউ অন্দরে বারংবার মখ খুলছেন। রাজনীতির কারবারিরা মনে করছেন প্রশান্ত কিশোর তৃণমূলের দলীয় ব্যাপারে মাথা গলিয়ে সব ঠিক করতে চাইলেও আদতে তিনি পাশ মার্কসও তুলতে পারেননি। মোদ্দাকথা, সাংগঠনিক কাজে প্রশান্ত কিশোরের হস্তক্ষেপ বিক্ষুব্ধদের প্রায় কেউই মানতে পারছেন না।

দলের বেসুরো নেতারা প্রশান্ত কিশোরের নয়, তাঁরা শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন সে কথা জানাচ্ছেন। জানা যাচ্ছে, বিরোধিতা যাতে আর না বাড়ে এবং একুশের বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সে কারণে এবার আসরে নামছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসতে চলেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইতিমধ্যেই তিনি হুগলির আরেক বিধায়ক প্রবীর ঘোষের সঙ্গে বৈঠক করেছেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় দল পরিচালনা নিয়ে আগেই তাঁর ক্ষোভ জানিয়েছেন।

পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল, শুভেন্দু অধিকারীর দলবদলের সঙ্গে সঙ্গেই রাজীব বন্দ্যোপাধ্যায়ও বেসুরো হয়েছিলেন।এবং জায়গায় জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় এর আলাদা পোস্টার পড়ে গিয়েছিল শুভেন্দু ঢংয়ে। কিন্তু এবার আর পরিস্থিতি হাতের বাইরে যেতে দিতে রাজি নন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই দফা আলোচনা চালিয়েছেন।

কিন্তু বৈঠকে প্রশান্ত কিশোরের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যাপারটি দেখবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত বিক্ষুব্ধ নেতারা মুখ খুলতেই সবার আগে তৃণমূল নেতাদের সঙ্গে প্রশান্ত কিশোরকেও দেখা গিয়েছে বৈঠকে। এর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গেও তিনি বৈঠকে বসেছিলেন। শুভেন্দুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তাতেও শেষ রক্ষা হয়না। জানা যাচ্ছে, দলের বিভিন্ন স্তরে এখনো সমস্যা রয়েছে। সবদিক সামলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসে আরো একবার জেলা সফর করতে পারেন বলে শোনা যাচ্ছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, প্রশান্ত কিশোর ভোট কৌঁশলী হলেও বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে তিনি মাথা ঘামাচ্ছিলেন। আর তাই নিয়েই শুরু হয় সমস্যা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাষায় সর্বস্তরের নেতাদের জানিয়ে দিয়েছেন, প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত শুধুমাত্র তিনি নেবেন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও একই বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের।

বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরকে নিয়ে যে দলের অন্দরে ক্ষোভ জমা হচ্ছে তা ভালো মতনই বুঝেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত দেখার, মুখ্যমন্ত্রীর ভোকাল টনিকে ভরসা রেখে বিক্ষুব্ধরা কি দলে আবার সক্রিয় ভূমিকা গ্রহণ করেন! যা একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই আশংকা করছেন, পিকে একুশের নির্বাচনে শাসক দলের ভোটব্যাংক বাড়ানোর কাজে এসেছেন। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে কিন্তু পিকের সফল হওয়া প্রশ্নের মুখে পড়তে পারে বলেই দাবী অনেকের। এদিকে পিকেকে নিয়ে বিরোধীদের কটাক্ষ, “পিকে কি তাহলে ডাহা ফ্লপ”!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!