পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের প্রত্যেকটির কোন দলের জয়ের সাম্ভাব্য ব্যবধান কত হতে পারে? উত্তরবঙ্গ কলকাতা নদীয়া-২৪ পরগনা পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া বর্ধমান বিশেষ খবর ভোটের সমীক্ষা মালদা-মুর্শিদাবাদ-বীরভূম মেদিনীপুর রাজ্য হাওড়া-হুগলি July 27, 2018 ২০১৯ সালের আসন্ন লসভা নির্বাচনকে সামনে রেখে আমরা গোটা দেশজুড়ে যে সমীক্ষা চালিয়েছি, তার ফলাফল প্রায় শেষের মুখে। সমীক্ষার ফলাফল ঘোষণা বাকি শুধুমাত্র উত্তরপ্রদেশের। আজ আমরা পশ্চিমবঙ্গের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের সমীক্ষা অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ তো আসনের সাম্ভাব্য ফলাফল হতে পারে এইরকম – মোট আসন – ৪২ তৃণমূল কংগ্রেস – ৩২ বিজেপি – ৯ কংগ্রেস – ১ বামফ্রন্ট – ০ এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে এইবার একনজরে দেখে নেওয়া যাক ৪২ টি আসনের মধ্যে কোন দল জিততে পারে কোন আসন বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। তার সঙ্গেই দেখে নিন কোন আসনে কোন দলের জয়ের সাম্ভাব্য ব্যবধান কি হতে পারে অর্থাৎ কোন আসনে হতে চলেছে জোরদার টক্কর আর কোথায় বিরোধীকে প্রায় উড়িয়ে দিয়ে কে জয় পেতে চলেছে (লাল রঙ মানে কঠিন লড়াই, বেগুনি রঙ মানে সহজ জয়)। ১. কুচবিহার – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ২০ – ৪০ হাজার ভোট) ২. আলিপুরদুয়ার – বিজেপি (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ৩. জলপাইগুড়ি – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ২৫ – ৬০ হাজার ভোট) ৪. দার্জিলিং – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ১.৫ – ২ লক্ষ ভোট) ৫. রায়গঞ্জ – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ১০ – ২৫ হাজার ভোট) ৬. বালুরঘাট – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ২০ – ৪০ হাজার ভোট) ৭. মালদা-উত্তর – বিজেপি (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ৮. মালদা-দক্ষিণ – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ৭৫ হাজার – ১ লক্ষ ভোট) ৯. জঙ্গিপুর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ১.৫ – ২ লক্ষ ভোট) ১০. বহরমপুর – কংগ্রেস (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ১১. মুর্শিদাবাদ – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ৭৫ হাজার – ১ লক্ষ ভোট) ১২. কৃষ্ণনগর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ১৫ – ৩০ হাজার ভোট) ১৩. রানাঘাট – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ২০ – ৪০ হাজার ভোট) ১৪. বনগাঁ – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ১৫ – ৫০ হাজার ভোট) ১৫. ব্যারাকপুর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ২০ – ৬০ হাজার ভোট) ১৬. দমদম – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ২৫ – ৫০ হাজার ভোট) ১৭. বারাসত – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ১০ – ২৫ হাজার ভোট) ১৮. বসিরহাট – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ১৯. জয়নগর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ৭৫ হাজার – ১ লক্ষ ভোট) ২০. মথুরাপুর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ১ – ১.৫ লক্ষ ভোট) ২১. ডায়মন্ড-হারবার – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ১.৫ – ২ লক্ষ ভোট) ২২. যাদবপুর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ২৩. কলকাতা-দক্ষিণ – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ১০ – ২৫ হাজার ভোট) ২৪. কলকাতা-উত্তর – বিজেপি (জয়ের ব্যবধান – ৭৫ হাজার – ১ লক্ষ ভোট) ২৫. হাওড়া – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ১০ – ২৫ হাজার ভোট) ২৬. উলুবেড়িয়া – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ১.৫ – ২ লক্ষ ভোট) ২৭. শ্রীরামপুর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ২৮. হুগলি – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ১ – ১.৫ লক্ষ ভোট) ২৯. আরামবাগ – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ২ – ২.৫ লক্ষ ভোট) ৩০. তমলুক – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ১ – ১.২৫ লক্ষ ভোট) ৩১. কাঁথি – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ১ – ১.৫ লক্ষ ভোট) ৩২. ঘাটাল – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ৭৫ হাজার – ১ লক্ষ ভোট) ৩৩. ঝাড়গ্রাম – বিজেপি (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ৩৪. মেদিনীপুর – বিজেপি (জয়ের ব্যবধান – ৭৫ হাজার – ১ লক্ষ ভোট) ৩৫. পুরুলিয়া – বিজেপি (জয়ের ব্যবধান – ১.৫ – ২ লক্ষ ভোট) ৩৬. বাঁকুড়া – বিজেপি (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ৩৭. বিষ্ণুপুর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ৭৫ হাজার – ১ লক্ষ ভোট) ৩৮. বর্ধমান-পূর্ব – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ৩৯. বর্ধমান-দুর্গাপুর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ২৫ – ৫০ হাজার ভোট) ৪০. আসানসোল – বিজেপি (জয়ের ব্যবধান – ৭৫ হাজার – ১ লক্ষ ভোট) ৪১. বীরভূম – বিজেপি (জয়ের ব্যবধান – ৫০ – ৭৫ হাজার ভোট) ৪২. বোলপুর – তৃণমূল কংগ্রেস (জয়ের ব্যবধান – মাত্র ২৫ – ৫০ হাজার ভোট) আপনার মতামত জানান -