এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > দিদিমণির দম থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখাক! মুখ্যমন্ত্রীকে ‘ওপেন চ্যালেঞ্জ’ দিলীপ ঘোষের

দিদিমণির দম থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখাক! মুখ্যমন্ত্রীকে ‘ওপেন চ্যালেঞ্জ’ দিলীপ ঘোষের

২১ শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপি হটাও ভাষণের অংশ হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কঠোর সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন বিজেপি রাজ্যে দাঙ্গা কে প্রশ্রয় দিচ্ছে। আর সেই প্রশ্রয়ের দেওয়ার সূত্রেই অভিযোগ তুলেছিলেন যে বিজেপির রাজ্য সভাপতি উস্কানিমূলক প্ররোচনা দেন।

শনিবার রেজিনগরের সভায় মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদিমণি’ সম্বোধন করে বলেন – আমি মোড়ে মোড়ে মাইক ধরে একই কথা বারবার বলব, দিদিমণির(মমতা বন্দ্যোপাধ্যায়ের) দম থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখাক। খড়্গপুরে আমাকে খুনি বলে উনি ফাঁসানোর চেষ্টা করেছিলেন। কিছুই করতে পারেননি। তৃণমূল তথা মমতা বন্দোপাধ্যায়কে সরাসরি আক্রমন করে তিনি আরও বলেন  শহিদ দিবসের নাম করে প্রতিবছর তিন-চারদিন ধরে মোচ্ছব হয়। এখন শহিদদের কথা ভুলে গিয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শনিবার রেজিনগর ফুটবল মাঠে বিজেপির সভায় প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর কংগ্রেস ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে। গত ২৫জুন কবীরবাবুকে প্রাথমিকভাবে বিজেপিতে যোগদানের সবুজ সংকেত দেওয়া হলেও এদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হল।  সভায় দিলীপবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়, দলের জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, সহ সভাপতি শাখারভ সরকার প্রমুখ।

জয়বাবু বলেন, অধীরবাবু এখন পথহারা পথিক। কংগ্রেস ওঁর হাত পা বেঁধে রেখেছে। আমি বলি, অধীরবাবু আর দেরি নয়। এবার বিজেপিতে আসুন।রাজ্য সভাপতি  তৃণমূলের শহীদ সভার পালটা হিসেবে  তাঁদের বেশ কিছু জমায়েতের কর্মসূচির কথা বলেন এদিন। সেগুলি হল ২০১৯ সালে জানুয়ারি মাসে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা ও তার আগে ডিসেম্বর মাসে রাজ্যের পাঁচটি প্রান্তে সভা। এগুলিতে জনসমাগম তাক লাগানর মত হবে বলে উল্লেখ করেন তিনি। ২১ শে জুলাইয়ের জমায়েত তো দেখল সাধারণ মানুষ। এবার দেখার বিজেপি কি করে। তাদের দাবী মত তৃণমূলের থেকে বেশী লোক বিজেপি আনতে পারে কিনা এখন সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!