এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তাঁর প্রধান বিরোধী নেতা,নতুন সমীকরণের ইঙ্গিত?

জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তাঁর প্রধান বিরোধী নেতা,নতুন সমীকরণের ইঙ্গিত?

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মুখোমুখি বৈঠককে ঘিরে ফের জলঘোলা হল রাজনৈতিক অন্দরে। আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে না এলেও বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদ নিয়ে সরকারের তরফ থেকে কোনোরকম নাক গলানো হবে না বলেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা গেছে,রাজনৈতিক সূত্রের খবর থেকে। উল্লেখ্য,এই বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

লোকসভা ভোটের আগেই রাজ্য কংগ্রেসী নেতারা একে একে ভীড় জমাচ্ছেন তৃণমূল শিবিরে। এ নিয়ে চাপানউতোর কিছু কম নেই রাজনৈতিকমহলে। আর তাঁদের খুশি করতেই শাসকদলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পাবলিক অ্যাকাউন্টসের মতো বিধানসভার বিভিন্ন কমিটির পদ। মানস ভুঁইয়ার দল পরিবর্তনের পর বিরোধী দলনেতার মতামতকে গুরুত্ব না দিয়ে মানস ভুঁইয়াকে সেই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছিলো। পরে কংগ্রেসের অপর দলছুট বিধায়ক শঙ্কর সিং-কে সেই পদে বসানো হয়।

 

 

বিষয়টি নিয়ে অসন্তোষ চরমে উঠেছিলো রাজ্য কংগ্রেসের দলীয় অন্দরে। এ ব্যাপারে বিরোধী দলনেতারা কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগে সরব হয়েছিলেন অধীর চৌধুরী ঘনিষ্ঠ বিধায়ক মনোজ চক্রবর্তী। এমতাবস্থায়, দলীয় চাপ এবং লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট গঠনের লক্ষ্যকে মাথায় রেখেই পাবলিক অ্যাকাউন্টস্ কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে বৈঠকে বসেন দু তরফের নেতানেত্রীরা।

 

সরকারের তরফ থেকে যে এ বিষয়ে আর কোনো হস্তক্ষেপ করা হবে না,সেটা প্রসঙ্গেই আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী এদিন। কংগ্রেসের তরফ থেকে অধ্যক্ষের কাছে এই পদের জন্য কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মার নাম পাঠানো হয়। এছাড়া বিধানসভার আরো তিনটি পদে কংগ্রেস বিধায়কদের মনোনীত করা হবে বলেও নিশ্চিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন। এমনটাই জানা গেছে,রাজনৈতিক সূত্রের খবর থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!