এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের বাজেট ঘোষনা বয়কটের ডাক বাম-কংগ্রেসের! তীব্র শোরগোল!

রাজ্যের বাজেট ঘোষনা বয়কটের ডাক বাম-কংগ্রেসের! তীব্র শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগেই এটাই তৃণমূল সরকারের পেশ করা শেষ বাজেট হতে চলেছে। কিন্তু সেই বাজেট ঘোষণার আগেও এবার তৃণমূল সরকারকে প্রবল বিড়ম্বনায় ফেলে দিল বিরোধী দল বাম এবং কংগ্রেস। মূলত, প্রথম দিন থেকেই রাজ্যপালের ভাষণ ছাড়া কিভাবে অধিবেশন শুরু করা যায়, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় এই দুই দলকে।

আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বাজেট ঘোষণা করা হলেও, তা তারা বয়কট করবেন বলে জানিয়ে দিয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী এবং কংগ্রেসের আব্দুল মান্নান। স্বাভাবিক ভাবেই তৃণমূল সরকারের পেশ করা নির্বাচনের আগে শেষ বাজেটেও বিরোধীদের এই ধরনের প্রতিবাদ যে ঘাসফুল শিবিরের কিছুটা হলেও সমস্যা বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান বলেন, “2016 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 161 দিন অধিবেশন হয়েছে। 16 থেকে 17 দিন শোক পালনের জন্য অধিবেশন স্থগিত ছিল। পুলিশ বাজেট, স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা হয়নি। রাজ্যপালের বক্তৃতা হচ্ছে না। স্বাধীনতার পর থেকে এমন নজির নেই। জানতে চাইলে স্পিকার 1963 সালের সংসদের নজির দিলেন। কিন্তু তখন ভারত পাকিস্তান যুদ্ধের কারণে রাষ্ট্রপতি বক্তৃতা দেননি। রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ দেবেন। আসলে ভাষণের ওপর আলোচনা হলে আমরা আমফানের টাকা চুরি নিয়ে প্রশ্ন করব। তাই এড়িয়ে গেল সরকার। বিজনেস এ্যাডভাইজারী কমিটিতে আমাদের কোনো কথা শোনা হয় না। 5 তারিখ বাজেট বক্তৃতা হবে। হয়ত মুখ্যমন্ত্রী পড়তে পারেন। আমরা বয়কট করব। মুখ্যমন্ত্রীর আচরণের তীব্র নিন্দা করব। গণতন্ত্রকে ধ্বংস করলেন। পরিষদীয় রাজনীতির ইতিহাসে খারাপ নজির তৈরি করলেন।”

একইভাবে বাজেট ঘোষণার দিন তারা এই গোটা প্রক্রিয়াকে বয়কট করবেন বলে জানিয়ে দিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। এদিন তিনি বলেন, “বিধানসভা কারো জমিদারি নয়। 5 তারিখে বাজেট করা হবে, তা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। আমরা বয়কট করছি। বাজেটে অসত্য বলাটা সরকারের দস্তুর হয়ে দাঁড়িয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে বাজেট অধিবেশনকে বয়কট করা নিয়ে যে বক্তব্য দেওয়া হল, তাতে রীতিমত তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এমনিতেই শাসক পক্ষ বিরোধীদের চাপে অত্যন্ত চাপে রয়েছে। আর তার মধ্যে বিধানসভার রীতিনীতিকে উপেক্ষা করার অভিযোগ তুলে যেভাবে সেই বাজেট বয়কট করার কথা শোনা গেল সিপিএম এবং কংগ্রেসের গলায়, তাতে তৃণমূল কংগ্রেস যে অনেকটাই চাপে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

অনেকে বলতে শুরু করেছেন, হয়ত বা এবারই প্রথম রাজ্যপালের বক্তব্য ছাড়া শুরু হয়েছে অধিবেশন। যা রীতিমত সংসদীয় রীতি-নীতিকে উপেক্ষা করেছে বলে অভিযোগ করছেন একাংশ। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গেছে রাজ্যপাল জাগদীপ ধনকারকে। আর এই পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে সরব হতে দেখা গেল বাম এবং কংগ্রেস দুই রাজনৈতিক দলকে।

স্বাভাবিকভাবেই এই দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে যেভাবে বাজেট বয়কট করার কথা শোনা গেল, তাতে বিরোধীদের অনুপস্থিতিতে কিভাবে সরকারপক্ষ একা বাজেট পেশ করবে, সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!