এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির মত ভার্চুয়াল মিটিংয়ে ভরসা নেই, কর্মীদের উদ্দেশ্যে বড়সড় নির্দেশ মন্ত্রীর

বিজেপির মত ভার্চুয়াল মিটিংয়ে ভরসা নেই, কর্মীদের উদ্দেশ্যে বড়সড় নির্দেশ মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনের পরবর্তী সময়ে পরিস্থিতি কিছুটা হালকা হতেই ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই অনলাইনে ভার্চুয়াল সভার মাধ্যমে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি বিভিন্ন স্তরে এই ভার্চুয়াল সভার মাধ্যমে লকডাউনের পদ্ধতিকে মেনে সংগঠনকে চাঙ্গা করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। অনলাইনের মাধ্যমে বিজেপির এই পদ্ধতি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করবে বলেই মনে করছে সকলে। আর এই পরিস্থিতিতে বিজেপিকে কুপোকাত করতে পাল্টা ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার করে বিজেপি যখন লড়াই করছে, তখন তৃণমূল কি তাদের টেক্কা দিতে পারবে, নাকি তারাও ভার্চুয়াল মিডিয়াকে হাতিয়ার করে পথে নামবে! তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জল্পনা। তবে এক্ষেত্রে অবশ্য বিজেপির পথ অনুসরণ করতে রাজি নয় রাজ্যের শাসক দল। এখন থেকেই জনসংযোগে বেশি করে নেমে পড়ার নির্দেশ দিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, এবার ফালাকাটা বিধানসভা উপ নির্বাচনের প্রস্তুতির জন্য এখন থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ফালাকাটার কমিউনিটি হলে দলের একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মৃদুল গোস্বামী, বিধায়ক সৌরভ চক্রবর্তী, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ অন্যান্যরা।

আর আগামী দিনে ফালাকাটা বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতির জন্যেই যে রাজীব বন্দ্যোপাধ্যায় দলকে এই সভা থেকে নির্দেশ দেবেন, তা বুঝতে বাকি ছিল না কারোরই। তবে এক্ষেত্রে লকডাউন থাকার কারণে সরাসরি দলের কর্মীদের ময়দানে নামতে না বলে বিজেপির মতই ভার্চুয়াল সভার দিকে দিকে মনোযোগী হতে বলেন কিনা রাজীববাবু, তার দিকেও নজর ছিল রাজনৈতিক মহলের। তবে বিজেপির পদ্ধতিতে অনুসরণ করতে না বলে মানুষের সঙ্গে মিশে ময়দানে তৃণমূল কর্মীদের থাকার নির্দেশ দিলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “অনেকেই এখন ভার্চুয়াল মিটিং করছে। আমরা ফালাকাটায় আসার জন্য ছটফট করছিলাম। আমরা সব সময় মানুষের পাশে থাকি। করোনা যুদ্ধে আমরাই মানুষের পাশে আছি। ময়দানে আর কোনো দল নেই। আমরা ভার্চুয়াল মিটিং করি না। গোপনে কারো বাড়িতে চিঠি পাঠাই না। সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে হবে। সিপিএমের থেকে একটি ভয়ঙ্কর দলের সঙ্গে লড়াই করতে হচ্ছে। বিজেপির বিপদ সম্পর্কে দলের কর্মীদের সাবধান ও সতর্ক থাকতে হবে।” এদিকে দলের যে সমস্ত কর্মী সঠিকভাবে কাজ করছেন না, তাদেরকেও এদিন কড়া বার্তা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “যারা দলের কাছে উদাসীন, তারা ঘরে বসে থাকুন। কাজ করতে না পারলে চুপচাপ ঘরে বসে থাকবেন। কোনো বাহানা চলবে না।” অর্থাৎ রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই কথা থেকে পরিষ্কার যে, বিজেপি যেভাবে এখন ময়দানে নেমে পড়েছে, তাতে তারা কিছুটা হলেও চাপে রয়েছে।

তাই বিজেপি ভার্চুয়াল সভা করলেও, তাতে গুরুত্ব না দিয়ে এখন মানুষের সাথে তৃণমূল কংগ্রেস কর্মীদের মেশার নির্দেশ দিয়ে আগামী নির্বাচন ভালো ফল করার ব্যাপারে দলকে জনসংযোগেই বেশি জোর দিতে বললেন রাজ্যের বনমন্ত্রী। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় জনসংযোগে বেশি ভরসা রাখলেও, এখন বিজেপির ভার্চুয়াল সভা নাকি তৃণমূলের জনসংযোগ বেশি সাফল্য পায়, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!