এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রশাসনের ওপর ভরসা নেই মমতার, নিজেই নিচ্ছেন বড় পদক্ষেপ! জেনে নিন!

প্রশাসনের ওপর ভরসা নেই মমতার, নিজেই নিচ্ছেন বড় পদক্ষেপ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বুধবার নবান্নে সমস্ত জেলার প্রশাসনকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আর সেই আলোচনা করতে গিয়েই ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে মাওবাদী সমস্যা নিয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। যেখানে সুস্পষ্ট উত্তর না পাওয়ার পরেই কিছুটা অসন্তুষ্ট হয়ে ওঠেন তিনি। আর তারপরেই সেই দিকে মনোযোগী দেওয়ার কথা বলে ঝাড়গ্রাম যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকে জেলা শাসকের কাছে বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই তিনি বলেন, “একটা দুটো তিনটে পোষ্টার বিজেপি লাগিয়ে দিয়েছে। তোমরাই বা লোকালি কেন বলে দিচ্ছ না যে, ঘটনাটা সত্যি নয়! যদি ঝাড়খন্ড থেকে কোনো মাওবাদী আসে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আমার কাছে তো খবর আছে, বেলপাহাড়ি বর্ডার দিয়ে কেউ কেউ ঝাড়খন্ড থেকে ঢুকছে। কেউ কেউ তাদের মদত দিচ্ছে। ডিজিকে পাঠিয়েছিলাম। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, “আমি ঝাড়গ্রাম যাব। কবে যাব, সেটা পরে বলে দেব।” একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার, তিনি প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না। তাই নিজেই গোটা বিষয়ে তদারকি করতে আগামী দিনে ঝাড়গ্রাম সফরে যেতে পারেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!