এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে আসছে পরিবেশ বান্ধব ইলেক্ট্রনিক বাস ! ররাতে সম্মতি দিল দিল্লি !

রাজ্যে আসছে পরিবেশ বান্ধব ইলেক্ট্রনিক বাস ! ররাতে সম্মতি দিল দিল্লি !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যে আসতে চলেছে পরিবেশ বান্ধব ইলেক্ট্রনিক বাস । কন্দ্রের ফ্রেম ২ প্রকল্পের আওতায় কলকাতার জন্য ২০০০ টি বাস সরবরাহের বরাত পেল টাটা মোটরস । এর মধ্যে ১২ মিটার লম্বা, নিচু মেঝেযুক্ত ২৫০টি বাতানুকূল বাসের বরাত পেয়েছে অশোক লেল্যান্ড । সিইএসএল-এর (কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড) তত্ত্বাবধানে বেঙ্গালুরু, দিল্লি, সুরাত, হায়দরাবাদ এবং কলকাতা এই পাঁচ শহরে মোট ৫৪৫০টি বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর বরাত বুধবার নয়াদিল্লিতে চূড়ান্ত হয়েছে।

একধারে পেট্রল ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও দূষণ কমানোর উদ্দেশ্যে ওপেক্স (অপারেশনাল এক্সপেন্ডিচার) বা গ্রস কস্ট মডেলে ওই সব বাস চালানো হবে জানা যায় । সূত্রের খবর আগামী জুলাই মাস থেকে সারা দেশে টাটা মোটরস বাস সরবরাহ শুরু করবে। এ নিয়ে পরিবহণ দফতরের এক কর্তা বলেন, ”ইলেক্ট্রিক বাস এলে কলকাতার পরিবহণের চিত্রই বদলে যাবে।” তবে, ওই বাস দৈনিক ২০০ কিলোমিটার লাভজনক ভাবে চালানোর জন্য যথেষ্ট মাথা খাটিয়ে রুট বার করতে হচ্ছে বলে খবর। এর ফলে শহরতলির অনেক এলাকাকেও রুটের আওতায় আনার কথা ভাবা হচ্ছে। আপাতত ২০০০টি বাসের মধ্যে ১১৮০টি বাস আসবে বলে সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!