এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিতে যোগদান প্রসঙ্গে এবার প্রকাশ্যে মুখ খুললেন মদন মিত্র

বিজেপিতে যোগদান প্রসঙ্গে এবার প্রকাশ্যে মুখ খুললেন মদন মিত্র

একসময় দলের দাপুটে নেতা ও হেভিওয়েট মন্ত্রী। কিন্তু সারদা ও নারদ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে প্রথমে গেছে মন্ত্রীত্ত্ব, পরে গেছে বিধায়ক পদও। দলের অন্দরেও ক্রমশ পিছোতে পিছোতে জুটেছে ‘ব্রাত্যের’ তকমা। জায়গা হয় নি ২১ সে জুলাইয়ের শহীদ মঞ্চে, ডাক পান নি একের পর এক উপনির্বাচনের প্রচারে। এরমধ্যেই দলের একসময়ের অঘোষিত দুনম্বর নেতা মুকুল রায় দলত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছেন, ফলে অবশ্যম্ভাবী জল্পনা উঠেছে রাজনৈতিক মহলে যে এবার কি তাহলে মদন মিত্রও মুকুল রায়ের দেখানো পথে গেরুয়া শিবিরে নাম লেখাবেন?

এই ব্যাপারে এতদিন জল্পনা চললেও, এবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নিজের অবস্থান স্পষ্ট করলেন মদন মিত্র। তিনি জানিয়েছেন, আপনারা যা খুশি লিখুন (সাংবাদিকদের উদ্দেশ্যে) কিন্তু জন্নত ছেড়ে জাহান্নামে কেন যাব? বিজেপি আমায় কী দিয়েছে যে বিজেপিতে যাব? ওরা আমাকে বদনাম দিয়েছে, আমার জীবনে কালি লাগানোর চেষ্টা করেছে, আমাকে ২২ মাস জেলে আটকে রেখেছে। কিন্তু তৃণমূল আমাকে নেতা, বিধায়ক, মন্ত্রী বানিয়েছে – তাই যতদিন বাঁচব তৃণমূলেই থাকব। এই প্রসঙ্গে তিনি নাম না করে মুকুল রায়কেও একহাত নেন। তিনি বলেন, অনুসরণ করলে মহাজন, বিদ্বজ্জনদের পথ অনুসরণ করব কিন্তু আমার এত খারাপ অবস্থা হয়নি আমি অন্য কারোর পথ অনুসরণ করব। মরতে হলে রাবণ নয়, রামের হাতেই মরব। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিলেন মুকুল রায় নন, তাঁর আদর্শ তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এবং কোনো অবস্থাতেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে নাম লেখাচ্ছেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!