এখন পড়ছেন
হোম > রাজনীতি > অবশেষে ফিরলো হুঁশ, সর্বদলীয় বৈঠকের ডাক নির্বাচন কমিশনের !

অবশেষে ফিরলো হুঁশ, সর্বদলীয় বৈঠকের ডাক নির্বাচন কমিশনের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরেই হঠাৎ করেই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে দিয়েছেন রাজীব সিনহা। যে ঘোষণা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, অতীতে এরকম কখনও হয়নি যে, সর্বদলীয় বৈঠক না করেই এই ধরনের ঘোষণা করা হয়েছে! কিন্তু এবার কার্যত বেনজির ভাবে এই ঘোষণা করে নিজেকে সরকারের তল্পিবাহকে পরিণত করেছেন এই নির্বাচন কমিশনার। আর যখন বিরোধীদের পক্ষ থেকে লাগাতার কটাক্ষে জেরবার কমিশন, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিলেন রাজ্য নির্বাচন কমিশনার। যে সর্বদলীয় বৈঠক নিয়ে এত প্রশ্ন তোলা হয়েছিল, এবার সেই সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন তিনি।

প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। আর এই পরিস্থিতি নিয়ে রাজ্যপালের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে। যেখানে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। আর তারপরেই আগামী 13 জুন সর্বদলীয় বৈঠকের ডাক দেয় রাজ্য নির্বাচন কমিশন। অনেকে বলছেন, কার্যত রাজ্যপালের ধমকের মুখে পড়েই এই সর্বদলীয় বৈঠকের ডাক দিতে বাধ্য হয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। যদি তিনি স্বেচ্ছায় এই সর্বদলীয় বৈঠক ডাকতেন, তাহলে তিনি প্রথমেই সেই বৈঠক ডাকতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। যার ফলে বিরোধীদের পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হয়েছিল। তবে অবশেষে সেই সর্বদলীয় বৈঠক ডেকে নিজের মুখ রক্ষা করতে চাইছেন বর্তমান নির্বাচন কমিশনার বলে দাবি করছেন একাংশ।

তবে নির্দিষ্ট সময় সেই সর্বদলীয় বৈঠক না ডেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষের দুই দিন আগে সেই বৈঠক ডাকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের দাবি, এই সর্বদলীয় বৈঠকে যদি বিরোধীদের পক্ষ থেকে কোনো গঠনমূলক নির্দেশ দেওয়া হয়, তাহলে কি করে সেই নির্দেশ পালন করবে রাজ্য নির্বাচন কমিশনার! তাই এত দেরিতে সর্বদলীয় বৈঠক না ডেকে প্রথমেই তা ডাকলে বেশি ভালো হতো বলে দাবি বিরোধীদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!