এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বড় খবর! বিধানসভা নির্বাচনের আগে কি আর রাজ্য বিজেপিতে পরিবর্তন হবে? বড়সড় সিদ্ধান্ত নিল সঙ্ঘ

বড় খবর! বিধানসভা নির্বাচনের আগে কি আর রাজ্য বিজেপিতে পরিবর্তন হবে? বড়সড় সিদ্ধান্ত নিল সঙ্ঘ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় দুমাস আগে দিল্লিতে বিজেপির একটি বিশেষ বৈঠক নির্বাচনী বৈঠক বসে ছিল। আগামী ২০২২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে নিজেদের একটি রূপরেখা স্থির করতে এই বৈঠকে মিলিত হয়েছিলেন বিজেপির বেশকিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও রাজ্য নেতারা। এই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায়ের বেশকিছু বিষয়ে মতান্তর দেখা যায়। এরপর বৈঠক সমাপ্ত রেখেই মুকুল রায় কলকাতায় প্রত্যাবর্তন করে তাঁদের মধ্যের এই বিতর্কের জল্পনা অনেকটাই বাড়ান।

বিজেপির অন্তর থেকে বেশকিছু অন্তর্দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রের দাবি ছিল, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণের জন্য। বলা হয়েছিল, দলের অন্তর্দ্বন্দ্বের কারণে নাকি রাজ্য সভাপতিও অপসারণ চাইছেন স্বয়ং। যদিও দিলীপ ঘোষ এই দাবির সম্পূর্ণ বিরোধিতা করেছিলেন। তবে দলের অন্তরের চাপান-উতোরের ব্যাপারটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছে গিয়েছিল। এরপর গত ১৬ ই আগস্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা দিলীপ ঘোষকে দিল্লিতে একটি জরুরি তলব করেছিলেন।

সেই বৈঠকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছিলেন যে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যথেষ্ট আস্থা রয়েছে। তাই দিলীপ ঘোষের নেতৃত্বেই বিধানসভা ভোটের লড়াই করবে বিজেপি। এ ভাবে দিলীপ ঘোষের প্রতি বিশেষ আস্থা প্রকাশ করে বিজেপির সভাপতির পদের পরিবর্তন নিয়ে যে জল্পনা চলছিল, তাতে জল ঢালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস এর তরফ থেকেও জানানো হলো যে, রাজ্য বিজেপির সভাপতির কোন পরিবর্তন ঘটানো হচ্ছে না। সম্প্রতি আরএসএস এর নেতৃত্ব তাদের একটি ঘরোয়া বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি তথা আরএসএস প্রাক্তন কর্মী দিলীপ ঘোষের উপর পূর্ণ সমর্থন জানালেন। বিষয়টি স্পষ্ট করে তাঁরা জানিয়ে দিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে দলের সভাপতি থাকবেন দিলীপ ঘোষ।

তবে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে একটি পৃথক নির্বাচন কমিটি গঠন করা হবে। বিজেপির দলে অন্যান্য দল থেকে যারা এসেছিলেন তাদের মনখুন্ন না করতেই এই সিদ্ধান্ত নেয়া হলো। এ প্রসঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস দল থেকে বিজেপিতে আসা গুরুত্বপূর্ণ নেতাদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। সেইসঙ্গে দেয়া হবে গুরুত্বপূর্ণ স্থান। এমনটাই আরএসএস এর পক্ষ থেকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে আরএসএস এর গুরুত্বপূর্ণ জনৈক নেতা জানিয়েছেন যে, বিধানসভা ভোটে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে রাজ্য বিজেপি। রাজনীতিতে সংঘাত, মতান্তর থাকবে এটা স্বাভাবিক। কিন্তু এটা যেন কোনোভাবেই বড় আকার ধারণ না করে, এই সংঘাত যেন দলের বিপক্ষে চলে গিয়ে দলের ভরাডুবি না ঘটায়, সে ব্যাপারটি বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!