এখন পড়ছেন
হোম > রাজ্য > ডিএ না মিললেও পুজোর মরশুমে বড়সড় খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য

ডিএ না মিললেও পুজোর মরশুমে বড়সড় খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য

রাজ্যে এখনও তাঁদের বকেয়া ডিএ পাননি সরকারি কর্মচারীরা। আর তা নিয়ে যখন এই শারদোৎসবের আগে যখন কিছুটা ভারাক্রান্ত মন রাজ্যের সরকারি কর্মচারীদের ঠিক তখনই ছুটি নামক ঘন্টা বাজতেই খুশিতে ডগমগ তাঁরা। সূত্রের খবর, এবার শারদোৎসবে মোট 13 দিনের ছুটি দেওয়া হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের। কিন্তু কথায় আছে, কর্তার ইচ্ছেতেই কর্ম হয়, আর তাইতো নিজেরা চাইলেই এই পুজোর 13 দিনের ছুটিকে দিব্যি 16 দিন পর্যন্ত উপভোগ করতে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কিন্তু কি করে সম্ভব?

জানা গেছে, এবার 15 অক্টোবর সোমবার ষষ্টীর দিন থেকেই এই সরকারি অফিসে ছুটি থাকছে। আবার সোমবারের আগে দুদিন শনিবার ও রবিবারও ছুটে পাচ্ছেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি এই পুজোর ছুটি তাদের শেষ হচ্ছে 25 অক্টোবর। 26 অক্টোবর শুক্রবার থেকে ফের রাজ্যের সমস্ত সরকারি অফিস খুলে যাবে। কিন্তু যেদিন অফিস খুলছে তার পর শনি ও রবিবার থাকায় দু দুটো ছুটি রয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ফলে এখন যদি এই 26 অক্টোবর সরকারি কর্মচারীরা মেডিক্যাল লিভ নিতে পারেন তাহলে তারা একেবারে বাড়তি তিন দিনের ছুটি পাবেন। এদিকে মেডিক্যাল লিভ নিতে গেলে আগাম আবেদন করতে হবে সরকারি কর্মচারীদের। এদিকে এই ইএল নিয়ে সমস্যাতেও রয়েছেন তাঁরা। কেননা পুজোর ছুটির আগে 12 অক্টোবর এবং ছুটি শেষে যদিন অফিস খুলবে সেই 26 অক্টোবর সরকারি কর্মীরা যদি ইএল নেন তাহলে পুরো ছুটিটাই তাদের ইএল হিসাবেই ধরা হবে। তাই এখন সেই পথ না মাড়িয়ে শ্যাম এবং কুল দুইই রাখার চেষ্টা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!