এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, নেপথ্যে কয়লা পাচার, আজ রাজ্যের একাধিক স্থানে তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকেরা

Breaking News, নেপথ্যে কয়লা পাচার, আজ রাজ্যের একাধিক স্থানে তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকেরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে গরু পাচার ওকয়লা পাচার কান্ডের রুদ্ধশ্বাস তদন্ত চলছে। আজ কয়লা পাচার কাণ্ডের তদন্তে রাজ্যের একাধিক স্থানে তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকেরা। কয়লা পাচার কাণ্ডের মূল চক্রী অনুপ মাঝি বা লালা এখনো পর্যন্ত ফেরার। আজ লালার শ্বশুর বাড়িতে তল্লাশি চলে সিবিআইয়ের। আজ লালার একাধিক আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। আজ কলকাতা, আসানসোল, বর্ধমান ও পুরুলিয়াতে সিবিআই তল্লাশি চলে।

কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত লালার পুরুলিয়ার নিতুড়িয়ার বাড়িতে আজ সিবিআই অভিযান চলে। কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝির সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে লালার বিপুল সম্পত্তির তালিকা জমা দিয়েছে সিবিআই। বছরের পর বছর ধরে কয়লা পাচার করে বিরাট সম্পত্তির অধিকারী লালা। পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যে লালার বিপুল সম্পত্তির কথা জানতে পেরেছেন সিবিআই আধিকারিকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ লালার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয়দেব মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। আসানসোলের কন্যাপুরে দুটি বাড়ি রয়েছে তার। আজ সেখানে সিবিআই তল্লাশি চালিয়েছে। ব্যবসায়ী জয়দেব মণ্ডলের নাম কয়লা পাচার কাণ্ডে একাধিকবার উঠে এসেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে যে, কয়লা পাচার কাণ্ডের সঙ্গে রেল,সিআইএসএফ , ইসিএল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্থার প্রভাবশালী ব্যক্তিরা জড়িত আছেন। যাদের মধ্যে অনেকেই সম্প্রতি ফেরার। তাদের হন্যে হয়ে খুঁজছেন সিবিআই আধিকারিকেরা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!