এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জয় শ্রীরামের নাড়া নিয়ে কি গেরুয়া শিবিরের ঐক্যে ধরছে চিড়? নতুন তথ্যে বিধানসভার আগে জল্পনা

জয় শ্রীরামের নাড়া নিয়ে কি গেরুয়া শিবিরের ঐক্যে ধরছে চিড়? নতুন তথ্যে বিধানসভার আগে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 23 শে জানুয়ারি ভিক্টোরিয়ায় ছিল নেতাজির 125 তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্র-রাজ্য বিভিন্ন বিষয়ে মতান্তর থাকলেও নেতাজিকে সামনে রেখে মমতা মোদিকে একমঞ্চে সেদিন দেখা গিয়েছিল। কিন্তু তাল কাটে অন্যত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করা মাত্রই দর্শক আসনের সামনে থেকে হঠাৎ করেই আওয়াজ ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। নেতাজির জন্ম জয়ন্তীতে কি করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উচ্চারিত হলো তা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে বাংলা জুড়ে। সমাজের সমস্ত স্তরের মানুষ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। পাশাপাশি কেন্দ্রীয় শিবির থেকেও ক্ষোভ প্রকাশ করা হছে বলে খবর।

যথারীতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য না রেখে জানিয়ে দেন নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠান, এটি কোন রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। তারপর তিনি বক্তব্য না রেখেই ফিরে যান নিজের স্থানে। তিনি মঞ্চেই থাকেন এরপর। যথারীতি এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্রীয় বিজেপি শীর্ষ নেতৃত্বের একাংশ মোটেই ভালো চোখে দেখছেন না। এমনকি আরএসএস থেকেও এই ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত রিপোর্ট দাবি করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সামনেই একুশের বিধানসভা নির্বাচন। তার আগেই এ ধরনের ঘটনা যে তৃণমূল নেত্রীর হাতে অস্ত্র তুলে দেওয়া হল সে ব্যাপারে একমত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি আরএসএস এর পক্ষ থেকেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলের শীর্ষ নেতাদের আরএসএস প্রধান নিজের অসন্তোষের কথা জানিয়েছেন। যদিও বিজেপির রাজ্য নেতারা এখনও পর্যন্ত সেদিনের ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছুই স্বীকার করতে রাজি নন। তবে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে নেতাজির জন্মদিনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকেই বাঙালির সামনে ক্ষুণ্ন করেছে। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে বাঙালি মননে জায়গা করে নিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেকথা ইতিমধ্যে স্পষ্ট।

অন্যদিকে শোনা যাচ্ছে, রাজ্য বিজেপি থেকে আমন্ত্রণের কার্ড বিলি করা হয়েছিল শুধুমাত্র দলীয় প্রতিনিধিদের। তাই নিয়েও এবার প্রশ্ন উঠল কেন্দ্রীয় গেরুয়া শিবিরে। খুব স্বাভাবিকভাবেই যখন মঞ্চে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনকর এবং কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত রয়েছেন নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে, সেখানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্যই তাঁর সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া নিয়ে বাম কংগ্রেস একজোটে নিন্দা করেছে। পাশাপাশি এই ঘটনা আগামীদিনে রাজ্য বিজেপিকে যে বিপদে ফেলতে পারে, সে কথাও এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। এবার দেখার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বঙ্গ বিজেপির হাত ধরে কিভাবে বাংলায় ড্যামেজ কন্ট্রোলে নামে!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!