এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সোচ্চার শুভেন্দু, দিশেহারা ঘাসফুল শিবির!

কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সোচ্চার শুভেন্দু, দিশেহারা ঘাসফুল শিবির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির হয়ে কাজ করছে বারবার এই অভিযোগ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে তাকে কেন তদন্তের বাইরে রাখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় রাজ্যের শাসক দলকে। তবে এবার সেই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করলেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পিসি এবং ভাইপোকে ছেড়ে রেখেছে। আর শুভেন্দু অধিকারী মুখ থেকে এই ধরনের কথা শোনার পর রীতিমত হতচকিত এবং দিশেহারা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, সোমবার বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা পিসি এবং ভাইপোকে ছেড়ে রেখেছে।” আর বিরোধী দলনেতার এই বক্তব্যের পরেই নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

একাংশের জিজ্ঞাসা, যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে কটাক্ষ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে, সেই তৃণমূল কংগ্রেস এবার কি বলবে! শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যোগই থাকতো বা বিজেপির সঙ্গে ইডি, সিবিআইয়ের যোগসাজশ থাকত, তাহলে তো শুভেন্দুবাবু এইভাবে সেই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলতেন না! যেটা এতদিন তৃণমূল কংগ্রেস বলে এসেছে। তবে এবার সেই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে দেওয়ার কারণে তৃণমূল রীতিমতো চাপে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!