এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি শুভেন্দুর বিরুদ্ধে ইডির দ্বারস্থ এই হেভিওয়েট ! তুঙ্গে জল্পনা !

এবার কি শুভেন্দুর বিরুদ্ধে ইডির দ্বারস্থ এই হেভিওয়েট ! তুঙ্গে জল্পনা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন তুলতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। তাদের একটাই বক্তব্য, কেন শুভেন্দু অধিকারীকে ডাকা হচ্ছে না ! তবে এবার সেই শুভেন্দু অধিকারীকে চাপে ফেলতে কি সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হচ্ছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ! ইতিমধ্যেই সংবাদমাধ্যমের সামনে একটি বক্তব্য রেখেছেন তিনি। যেখানে কুনালবাবু দাবি করেছেন যে, বিজেপিতে গিয়ে বাঁচার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। তবে তিনি তথ্য নথি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে এই ব্যাপারে চিঠি লিখে অভিযোগ জানাবেন।

প্রসঙ্গত, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেতা কুনাল ঘোষ। যেখানে একাধিক অভিযোগ করেন তিনি। আর সেই অভিযোগের মধ্যেই শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “বিজেপিতে নাকখত দিয়ে যোগদান করেছে। সে এখন সতি সাবিত্রী হয়ে গিয়েছে। অন্য জায়গা থেকে সারদার টাকা উদ্ধার হলে কেন কাঁথি পৌরসভা থেকে উদ্ধার হবে না! আমার কাছে তথ্য রয়েছে। ইডিকে চিঠি লিখব।”

একাংশ বলছেন, কুনাল ঘোষ এবং তার দলের লোকেরা তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এতদিন প্রতিহিংসা পরায়ন বলতেন। তাহলে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করতে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হতে হচ্ছে কেন এই তৃণমূল নেতাদের! তাহলে কি তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় এজেন্সির প্রতি ভরসা রাখতে শুরু করেছে! আর সেই কারণেই শুভেন্দু অধিকারীকে জব্দ করতে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে সেই ইডির দ্বারস্থ হচ্ছেন কুনালবাবু!

যদিও বা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, তদন্তের মুখোমুখি হতে তার কোনো ভয় নেই। আর টিভি চ্যানেলের সামনে তৃণমূল নেতারা তার বিরুদ্ধে না বলে যদি প্রয়োজন হয়, তাহলে আদালতে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জানান‌। ফলত শুভেন্দু অধিকারী যে জেরার মুখোমুখি হতে ভয় পান না, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তবে এবার কুনাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে কবে এই তথ্য নথি পাঠান এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি অভিযোগ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!