এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে যোগ দিতেই চিন্তা বাড়ল মুকুলের, জেনে নিন কারণ!

তৃণমূলে যোগ দিতেই চিন্তা বাড়ল মুকুলের, জেনে নিন কারণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই অসুস্থ মুকুল রায়ের সহধর্মিনী কৃষ্ণা রায়। শহরের এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত কৃষ্ণদেবী দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন। আর তার এই অসুস্থতাকে কেন্দ্র করে মাঝে শোরগোল তৈরি হয় রাজ্য রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে দেখতে আসা এবং তারপর দিলীপ ঘোষের দেখতে আসা নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়। যদিও বা দিলীপ ঘোষ কি কারণে হাসপাতালে এসেছেন, তা তিনি জানেন না বলে জানিয়ে দিয়েছিলেন মুকুল রায়।

পরবর্তীতে সহধর্মিনী যখন ব্যাপক অসুস্থ, তখন নিজের বড় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন মুকুলবাবু। যেখানে সম্প্রতি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখা যায় তাকে। তবে মুকুল রায়ের চোখ-মুখের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছিল, তিনি অত্যন্ত মানসিক চাপের মধ্যে রয়েছেন। শুধু তিনি নন, তার পুত্র শুভ্রাংশু রায়ও গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর জানিয়ে দেন, এখন তার প্রধান লক্ষ্য মাকে সুস্থ করে আনা। আর এবার গভীর সংকটাপন্ন মুকুল রায়ের সহধর্মিনীকে কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাইয়ে। যেখানে ফুসফুসে প্রতিস্থাপন হবে তার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হন মুকুল রায় এবং তার সহধর্মিণী কৃষ্ণা রায়। তবে বাড়িতে থেকে সুস্থ হয়ে গিয়েছিলেন মুকুলবাবু। কিন্তু তার স্ত্রীর শরীর দ্রুত খারাপ হতে শুরু করে। আর তারপরই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কৃষ্ণা রায়কে। আর সেই সময় বিজেপিতে থাকা মুকুল রায় কেন দলের কোনো কর্মসূচিতে যোগ দিচ্ছেন না, তা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি নিজের মানসিক সমস্যায় জর্জরিত হয়ে আছি।”

অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছিলেন, স্ত্রীর শরীর নিয়ে তিনি সব থেকে বেশি চিন্তিত। সম্প্রতি দলবদল করেছেন মুকুলবাবু। তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি। কিন্তু সহধর্মিনী শরীর নিয়ে যে তার যথেষ্ট চিন্তা রয়েছে, তা আবার পরিষ্কার হয়ে গেল। জানা গেছে, আজ ফুসফুসে প্রতিস্থাপন করবার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়কে।

স্বাভাবিকভাবেই রায় পরিবার যে নিজেদের গৃহকর্ত্রীর শরীর নিয়ে সবথেকে বেশি চিন্তিত, তা বলাই যায়। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই সংকটাপন্ন হয়ে রয়েছেন মুকুল রায়ের সহধর্মিনী। শহরেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। কিন্তু কিছুদিন আগেই তার ফুসফুসে প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর এরপরই দাতার খোদ চলতে থাকে। কিন্তু এবার চেন্নাইয়ে গিয়ে ফুসফুস প্রতিস্থাপন হবে কৃষ্ণা রায়ের। সেই কারণেই আজ চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সব মিলিয়ে কবে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরেন মুকুল রায়ের সহধর্মিনী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!