এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ‘জুতোপেটা’ করতে মোদীকে পাচ্ছেন না তাই বিজেপি নেতাদের গোমূত্র পান করাতে চান আব্দুল মান্নান!

‘জুতোপেটা’ করতে মোদীকে পাচ্ছেন না তাই বিজেপি নেতাদের গোমূত্র পান করাতে চান আব্দুল মান্নান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2021 এর রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক দলগুলি কটাক্ষ এবং প্রতি কটাক্ষে মেতে উঠেছে। যত দিন যাচ্ছে, ততই একে অপরের বিরুদ্ধে আক্রমণের ধার আরো তীব্রতর হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে যেমন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বাম, কংগ্রেস, বিজেপি একযোগে সুর চড়াচ্ছে, ঠিক সেভাবেই পাল্টা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যের বাম, কংগ্রেস, তৃণমূল দল প্রতিনিয়ত আক্রমণ শানাচ্ছে বলে দেখা যাচ্ছে।

সম্প্রতি দেশজুড়ে তেলের দাম বেড়ে ওঠা নিয়ে বিরোধী রাজনৈতিক শিবিরগুলি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে প্রতিবাদ জানাতে। আর প্রতিবাদ জানাতে গিয়ে এবার তীব্র কটাক্ষ সহকারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তথা রাজ্যের গেরুয়া শিবিরের দিকেও অভিযোগের আঙুল তুলে তীব্র ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সম্প্রতি শ্রীরামপুরে দেশজোড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস ও বাম দলের পক্ষ থেকে একযোগে একটি সভার আয়োজন করা হয়।

এবং সেখানেই বক্তব্য রাখেন বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান। কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে প্রতি ব্যারেল তেলের দাম 43 ডলার। তাহলে দেশজুড়ে এই সময়ে পেট্রোপণ্যের দাম এত বেড়ে উঠছে কেন? আর তারপরেই তিনি বিজেপি কর্মীদের প্রতি একরাশ ক্ষোভ জানিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, বিজেপি কর্মীরা বাড়িতে গেলে গোমূত্র খাইয়ে বিদায় দিতে।

এরপরই মান্নান সাহেব বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন চৌরাস্তায় দাঁড়িয়ে জুতো পেটা করবেন, এখন প্রধানমন্ত্রীকে তো পাচ্ছি না।যেসব বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে জনসংযোগ করতে তাদের জিজ্ঞাসা করুন এত দাম কেন ? এরা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছে। বিজেপি ভাবছে মানুষ এখন তৃনমূল বিরোধী হয়ে গেছে তাই আমাদের ভোট টা দেবেন।” বিজেপি নেতাদের কটাক্ষ করে এরপর তিনি বলেছেন, “আমাদের ভারতবাসীদের একটা স্বভাব আছে কেউ বাড়িতে এলে অতিথি আপ্যায়ন করতে হয়।” তিনি আরও বলেছেন, “ওরা এলে ওদের প্রিয় বস্তু এক গ্লাস গোমূত্র পান করিয়ে বলবেন ভোট চাইতে আসবেন না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন আব্দুল মান্নান মনমোহন সিংয়ের শাসনকালের বিষয়টিও উল্লেখ করেছেন তাঁর বক্তব্যের মধ্য দিয়ে। এদিন সভা মঞ্চ থেকে আব্দুল মান্নান দাবি করেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন পেট্রোপণ্যের দাম ছিল আন্তর্জাতিক বাজারে 108 ডলার। কিন্তু সে সময়ে দেশে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম কড়া নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে নিয়ন্ত্রণহীনভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে ইতিমধ্যেই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

খুব স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বর্তমান সময়ে কম। তাই প্রশ্ন উঠেছে, নিয়ন্ত্রণহীনভাবে পেট্রোপণ্যের দাম কিভাবে বেড়ে চলেছে নিত্যদিন? ইতিমধ্যে রাজ্যে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য পরিবহণ ব্যবস্থায় ঘোরতর জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। অনিয়ন্ত্রিতভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা। আপাতত কেন্দ্রীয় সরকার পুরো ব্যাপারটি কিভাবে সামলে উঠতে পারে, সেদিকে লক্ষ্য রাখছে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!