এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা হয়ে সেরে গিয়েও অন্য অসুখে মারা গেলেন তৃণমূলের তরুণ তুর্কি! শোকের ছায়া ঘাসফুল পরিবারে

করোনা হয়ে সেরে গিয়েও অন্য অসুখে মারা গেলেন তৃণমূলের তরুণ তুর্কি! শোকের ছায়া ঘাসফুল পরিবারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার শাসক দলে আবারও শোকের ছায়া। করোনা যুদ্ধে হেরে পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেস নেতা বিষ্ণুব্রত বর্মন। রাজ্যজুড়ে বর্তমানে করোনার তীব্র প্রকোপ দেখা দিয়েছে। তবে করোনার আধিক্য বেশী দক্ষিণবঙ্গেই, তবে বাদ নেই উত্তরবঙ্গও। অন্যদিকে একের পর এক রাজনৈতিক নেতা যেভাবে করোনা আক্রান্ত হচ্ছেন তা নিয়ে যথেষ্ট চিন্তিত বাংলার রাজনৈতিক মহল। কিছুদিন আগেই শিলিগুড়ির রাজনৈতিক নেতা অশোক ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছিলেন।

কিন্তু তিনি করোনাকে হারিয়ে বীরবিক্রমে ফিরে এসেছিলেন বাড়িতে। তবে বিষ্ণুব্রত বর্মন এক্ষেত্রে হেরে গেলেন করোনার কাছে। তবে অন্য একটি খবর শোনা যাচ্ছে বিষ্ণুব্রত বর্মনের মৃত্যুতে। জানা গিয়েছে, বিষ্ণুব্রত বর্মনের মৃত্যু করোনা আক্রান্ত হয়ে বা মাল্টি অর্গান ফেলিওর হয়ে হয়নি। তাঁর মৃত্যু হয়েছে নিউমোথোরাক্স সম্পর্কিত জটিলতার কারণে। এবং এই খবর জানিয়েছেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। এদিন কলকাতায় মৃত্যু হল বিষ্ণুব্রত বর্মনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং তাঁর মৃত্যুতে কোচবিহারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে গত 17 জুলাই করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় বিষ্ণুব্রত বর্মনকে ভর্তি করা হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে নিয়ে আসা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। এবং সেখানে করোনা পরীক্ষায় দেখা যায়, তাঁর রেজাল্ট নেগেটিভ এসেছে। কিন্তু ক্রমাগত বিষ্ণুব্রতর শারীরিক অবস্থার অবনতি ঠেকাতে পারেনি কেউ। শেষমেষ তাঁকে গতকাল রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে সড়কপথে শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এত কিছু করেও ফেরানো গেলোনা বিষ্ণুব্রত বর্মনকে।

অন্যদিকে রাজনীতির পাশাপাশি বিষ্ণুব্রত কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পদেও ছিলেন। এবং উত্তরবঙ্গের বহু খেলোয়াড় তাঁর হাত ধরে ক্রীড়াজগতে উঠে এসেছিল। সেই সূত্রে ক্রীড়াজগতে তাঁর সুনাম অব্যাহত। যথারীতি এমন একজন মানুষের মৃত্যু কোচবিহার জেলার ক্রীড়া মহলেও নিয়ে এসেছে শোকের ছায়া। অন্যদিকে তাঁর মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। জানা গিয়েছে, আগামীকাল বিষ্ণুব্রত বর্মনের দেহ এসে পৌঁছবে কোচবিহারে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুব্রত বর্মনের মৃত্যু তৃণমূল শিবিরে শোকের আবহ সৃষ্টি করেছে। তাঁর মৃত্যুতে ক্রীড়াজগতেরও মারাত্মক ক্ষতি হয়ে গেল বলে দাবি ক্রীড়া জগতের অনেকেরই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!