এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের মন্তব্যে রাজনীতি দেখছেন সুকান্ত, একি বললেন বিজেপির রাজ্য সভাপতি!

অভিষেকের মন্তব্যে রাজনীতি দেখছেন সুকান্ত, একি বললেন বিজেপির রাজ্য সভাপতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি উত্তরবঙ্গের সভা থেকে উত্তরবঙ্গ বলে কোনো পৃথক রাজ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকবাবুর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তুলে দেওয়া হোক। যে দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী। তাহলে উত্তরবঙ্গের যে আলাদা নাম রয়েছে, তা সরে যাবে। এটা নিয়ে তিনি বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। এতে শুধুমাত্র রাজনীতি রয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন সময় বিজেপির উত্তরবঙ্গের নানা জনপ্রতিনিধিরা পৃথক রাজ্যের দাবি করেছেন। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে পা রেখে এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই ব্যাপারে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়ে শোরগোল ফেলে দিলেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!