এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মান্নান হোসেনের মৃত্যু নিয়ে বিতর্ক শুরু, নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের

মান্নান হোসেনের মৃত্যু নিয়ে বিতর্ক শুরু, নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের


কিছুদিন আগেই কলকাতায় বেলভিউ নার্সিংহোমে কিডনি জনিত সমস্যায় মারা যান মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান হোসেন। প্রয়াত মান্নান হোসেনের স্ত্রী বুলবুল বেগম গতকাল চাঞ্চল্যকর ভাবে মান্নান সাহেবের জন্য নার্সিংহোম কর্তৃপক্ষকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে অভিযুক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন মান্নান সাহেবের চিকিৎসা চলাকালীন নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে একের পর এক গাফিলতি হয়েছে, যা মান্নান হোসেনকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিল, ক্রেতা সুরক্ষা দপ্তর, স্বাস্থ্য কমিশন সহ বিভিন্ন জায়গায় তাঁর স্বামীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি চেয়ে দরবার করেছেন মান্নান সাহেবের স্ত্রী। রাজ্য মেডিক্যাল কাউন্সিল গোটা ঘটনায় ১৫ দিনের মধ্যে বেলভিউয়ের জবাব চেয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই মান্নান সাহেবের পরিবারের এই অভিযোগ সামনে আসায় হইচই পরে গেছে রাজ্য-রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!