এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার করোনা আক্রান্ত হলেন শঙ্কর সিংহ, একের পর এক হেভিওয়েটের সংক্রমনে বাড়ছে উৎকণ্ঠা!

এবার করোনা আক্রান্ত হলেন শঙ্কর সিংহ, একের পর এক হেভিওয়েটের সংক্রমনে বাড়ছে উৎকণ্ঠা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা পরিস্থিতি বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা পূর্বের রেকর্ড ভেঙে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই চরম আতংকিত দেশের সাধারণ মানুষ। কিন্তু এবার করোনা হানা দিয়েছে রাজনৈতিক ময়দানেও। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরা করোনা আক্রান্ত হচ্ছেন বলে জানা যাচ্ছে। গুজরাটের করোনা পরিস্থিতি যে ভালো নয়, সে কথা আগেই জানা হয়ে গিয়েছিল। আশঙ্কা বাড়িয়ে সমপ্রতি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকর সিংহ বাঘেলা করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সূত্রের খবর, গত দু’দিন তিনি প্রবল জ্বর এবং কাশিতে ভুগছিলেন। তারপর তাঁর করোনা পরীক্ষা হয় এবং সেই টেস্ট পজিটিভ আসে বলে জানা গেছে। তবে বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনেই আছেন বলে খবর। অন্যদিকে জানা যাচ্ছে, গুজরাটে শনিবার করোনা সংক্রমণের সংখ্যা এক ধাক্কায় বেড়ে গেছে অনেকটাই। জানা যাচ্ছে, সেখানে একদিনে 615 টি করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। অর্থাৎ গুজরাটে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 30773 জন। মৃত্যুর সংখ্যাও ছুঁয়েছে 1790।

অন্যদিকে উল্লেখযোগ্যভাবে জানা যাচ্ছে, গুজরাটে নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 11 টি ঘটনাই কচ্ছ জেলার আর্মি ক্যান্টনমেন্ট থেকে পাওয়া গিয়েছে। এই নিয়ে ইইমধ্যে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের কংগ্রেস প্রধান ভগৎ সিং সোলাঙ্কিও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি ভদোদরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। এছাড়াও কংগ্রেস, বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল থেকেও অনেকেই ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, সুলতানপুর জেলার লামভূয়া বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি দেবমনি দ্বিভেদিও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁর ভাই চিন্তামণি দ্বিবেদী এই কথার সত্যতা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, সম্প্রতি দেবমনি দ্বিভেদির স্বাস্থ্যের অবনতি হয় এবং তাঁর শারিরীক পরীক্ষা করে করোনার জীবাণু পাওয়া যায়। ডাক্তারের পরামর্শে তিনি লখনৌ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বর্তমানে করোনা চিকিৎসার জন্য তাঁকে কেজিএমইউতে পাঠানো হয়েছে।

তবে বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি দিনে দিনে মারাত্মক হয়ে উঠবে। এবং বিশেষজ্ঞদের আশঙ্কাই ক্রমশ সত্যি প্রমাণিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দেশজুড়ে আনলক ওয়ান চালু হবার পর থেকেই বিতর্ক শুরু হয় সংক্রমণ বেড়ে চলা নিয়ে। লকডাউন চলাকালীন যেভাবে সংক্রমণ বাড়ছিল, দেখা যাচ্ছে আনলক ওয়ান শুরু হওয়ার পর থেকে আরো দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে।  আপাতত পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় সরকার নতুন কোনো পদক্ষেপ নেন কিনা, সেদিকে লক্ষ্য থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!