শুভেন্দু-কাকলির বিমানে বোমাতঙ্ক,আটকে সাংসদরা রাজ্য March 28, 2018 পশ্চিমবঙ্গের ৩ সাংসদের বিমানে বোমাতঙ্ক।জানা গেছে, এদিন দুপুর ২.২০ মিনিটে দিল্লি থেকে কলকাতা ওড়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটির।ওই বিমানেই ফেরার কথা ছিল বাংলার ৩ সাংসদ শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী ও কাকলি ঘোষ দস্তিদারের। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে সমস্ত যাত্রীরা বিমানে নির্ধারিত সময়ে উঠে পড়ার পর তাঁদের জানানো হয় বিমানে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া গিয়েছে।আর তাই ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে। প্রথমে বলা হয় যান্ত্রিক গোলযোগের জন্য বিমান ছাড়ছে না। পরে জানানো হয় বিমানে বোমা আছে। কিন্তু অভিযোগ যাত্রীদের নামানো হয়নি। এরপর শিশির অধিকারী-ই প্রথমে বিমানের মধ্যে চিত্কার-চেঁচামেচি শুরু করেন। আর তার পরেই বিক্ষোভের মুখে পড়ে সব যাত্রীদের নামিয়ে তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ। বিমান কখন ছাড়বে তা এখনও নিশ্চিত করে কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমানবন্দর টার্মিনালেই অপেক্ষা করছেন ওই ৩ সাংসদ। আপনার মতামত জানান -