এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পশ্চিমবঙ্গে চোখ ধাঁধানো সাফল্যের পর, এবার পিকের শরণাপন্ন হতে চলেছে বিরোধী শাসিত এই রাজ্যও

পশ্চিমবঙ্গে চোখ ধাঁধানো সাফল্যের পর, এবার পিকের শরণাপন্ন হতে চলেছে বিরোধী শাসিত এই রাজ্যও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট কুশলী হিসেবে রাজ্যের শাসক দল তৃণমূলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন প্রশান্ত কিশোর। জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে এবার পিকের শরণাপন্ন হতে চলেছে পাঞ্জাব কংগ্রেস। হাত শিবিরের পক্ষ থেকে এমনটাই জানা যাচ্ছে। কারণ পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর সদলবলে দলত্যাগ, নতুন দল ঘোষণা একেবারে ব্যতিব্যস্ত করে দিয়েছে সেই রাজ্যের হাত শিবিরকে। তাই এবার পিকের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত পাঞ্জাব কংগ্রেসের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি যেমন ভোট কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শ নেবার ইচ্ছা প্রকাশ করেছেন, আবার পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি হরিশ চৌধুরীও এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। প্রসঙ্গত ২০১৭ সালে পাঞ্জাবের নির্বাচনের সময় প্রচারের গাইডলাইন করেছিলেন প্রশান্ত কিশোর। উত্তরপ্রদেশেও প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়েছিল কংগ্রেস। কিন্তু সেখানে কংগ্রেসের চূড়ান্ত পরাজয়ের পর পাঞ্জাব কংগ্রেস আর প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয় নি।

এদিকে কিছুদিন আগে পিকে কংগ্রেসে যোগদান করবেন, এমন একটা জল্পনা শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। আর পাঞ্জাবে কংগ্রেসের ভাঙ্গন তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলত্যাগ যথেষ্ট আশঙ্কা বাড়িয়ে দিয়েছে হাত শিবিরের। এই কারণেই প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে কংগ্রেস। প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়েই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার চিন্তাভাবনা করছে পাঞ্জাব রাজ্য কংগ্রেস।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!