এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল জুড়ে এখন একটাই স্লোগান! হয় একুশে জেতানোর শপথ নিন, না হলে দল ছাড়ুন! বাড়ছে উত্তাপ

তৃণমূল জুড়ে এখন একটাই স্লোগান! হয় একুশে জেতানোর শপথ নিন, না হলে দল ছাড়ুন! বাড়ছে উত্তাপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। গত লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপি বাংলায় মাথাচাড়া দিতে শুরু করেছে, তাতে চিন্তিত তৃণমূল কংগ্রেস। তাই এই পরিস্থিতিতে নতুন করে সংগঠনকে সাজাতে শুরু করেছে ঘাসফুল শিবির। মূলত যারা ভোটব্যাংককে শক্তিশালী করতে পারবেন এবং দলকে জেতাতে পারবেন তাদের ওপরেই দায়িত্ব দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে যারা দায়িত্বে বসে থেকে দলকে জেতাতে পারবেন না, তাদেরকে কড়া বার্তা দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে।

এবার 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পূর্ব বর্ধমান জেলার নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। যেখানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, 2021 এ দলকে জেতানোর শপথ নিন, নাহলে পদ ছাড়ুন।  যদি কেউ জেতাতে না পারে, তাহলে যে তাদের পদে থাকা যাবে না, তা কার্যত নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন স্বপন দেবনাথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, সম্প্রতি তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন শেষ হয়েছে। বর্তমানে ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন হচ্ছে। আর সেখানে গিয়েই যারা দায়িত্বে আছেন, তারা দলকে জেতাতে দায়িত্ব থেকে সরে যাবেন বলে কড়া বার্তা দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন এই প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও ব্যাপক উন্নয়ন করছেন। বেশিরভাগ মানুষ তার কোনো না কোনো প্রকল্পে উপকৃত হয়েছেন। মানুষের কাছে আমরা সেই কথা তুলে ধরছি। আমাদের সমস্ত জনপ্রতিনিধি ও নেতাদের স্পষ্ট ভাষায় বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করবার জন্য 2021 এ দলকে জেতানোর শপথ নিতে হবে। তা না হলে পদ ছেড়ে দিন। কারণ পদে বসে থাকব, অথচ দলের জন্য কাজ করব না, তা চলবে না। নিজের নিজের বুথ জিতিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দিন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, স্বপন দেবনাথ এই কথা বলে বোঝাতে চাইলেন, পদে থেকে না জেতালে কারও কোনো মূল্য নেই। স্বভাবতই তার এই মন্তব্য ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে বলছেন, স্বপন দেবনাথ এই কথা বলে নেতা কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করলেন। শুধু তাই নয়, নেতাকর্মীদের একথা বলে বুঝিয়ে দিলেন, দলকে জেতানোই এখন সকলের প্রধান লক্ষ্য হওয়া উচিত। একাংশ বলছেন, স্বপন দেবনাথের এই বার্তায় দলের নেতা কর্মীরা দলকে জেতাতে অনেকটাই সক্রিয় হবেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!