এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, আবার নির্বাচন কমিশনের নোটিশ মুখ্যমন্ত্রীকে, তীব্র শোরগোল রাজনীতি মহলে

Big Breaking, আবার নির্বাচন কমিশনের নোটিশ মুখ্যমন্ত্রীকে, তীব্র শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মুখে আবার নির্বাচন কমিশনের নোটিশ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে সাম্প্রদায়িক বক্তব্য রাখার অভিযোগে মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। আজ সকালে আবার তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। এই মন্তব্যের কারন জানতে চেয়েছে নির্বাচন কমিশন। আগামীকালের মধ্যে এর জবাব চেয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত বুধবার কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, কেন্দ্রীয় বাহিনী যদি অশান্তি করে, তবে মহিলাদের এগিয়ে আসতে হবে। সিআরপিএফকে রুখে দিয়ে বিজেপির চক্রান্তকে ব্যর্থ করে দেবার নিদান দেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর আজ সকালে নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছেন মুখ্যমন্ত্রী। যে নোটিশে জানানো হয়েছে যে, গত ২৪ সে মার্চ ও গত ৭ ই এপ্রিল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে ইমোশনাল স্পিচ দিয়েছেন। এরকম বক্তব্য কেন তিনি রেখেছেন? তার জবাব চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব চেয়েছে কমিশন।

আবার সম্প্রতি বিএসএফের বিরুদ্ধে অভিযোগ করেছিল তৃণমূল। তৃণমূলের অভিযোগ ছিল, বিএসএফকে বিজেপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বিএসএফ সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। কমিশনের পক্ষ থেকে তৃণমূলের এই অভিযোগের প্রমাণ চাওয়া হয়েছিল, তবে তৃণমূল নেতৃত্ব এর কোন প্রমাণ দিতে পারেনি, এ কারণে এই অভিযোগ শেষ পর্যন্ত খারিজ করে দিল নির্বাচন কমিশন।

ইতিপূর্বে সাম্প্রদায়িক বক্তব্য রাখার অভিযোগে মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছিলেন নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, আদর্শ আচরণবিধি লংঘন করেছেন মুখ্যমন্ত্রী। এর জবাবে গতকাল মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যে, তাঁকে ১০ বার নোটিশ দিলেও, একই উত্তর দেবেন তিনি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রতিদিন হিন্দু-মুসলিম করছেন, তার বেলা? নন্দীগ্রামের প্রার্থী যখন মিনি পাকিস্তান বলছেন তখন কোথায় থাকে নির্বাচন কমিশন?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!