এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় নেতাকর্মীদের ফোন করতে বারণ করে দিলেন শোভন চ্যাটার্জি! জেনে নিন কারণ!

দলীয় নেতাকর্মীদের ফোন করতে বারণ করে দিলেন শোভন চ্যাটার্জি! জেনে নিন কারণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকেই প্রত্যেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন। তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। কিন্তু সাম্প্রতিককালে তাকে বিজেপির মিছিলে উপস্থিত হতে দেখা যাচ্ছে। আর এবার বিজেপিতে সক্রিয় হওয়ার পরেই সেই মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর সুরে সুর মেলাতে দেখা গেল শোভন চট্টোপাধ্যায়কে। যেখানে তার মোবাইল ফোনে রাজ্য সরকারের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।

স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে এবার রাজ্যের প্রশাসন যে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, এদিন হেস্টিংসে বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়। আর সেখানেই এই ব্যাপারে অভিযোগ করতে দেখা যায় তাকে। শোভনবাবু বলেন, “আমাদের সংগঠনের নেতাকর্মীদের বলছি, আমাকে ফোন করবেন না। আমার ফোনে সব সীমা ছাড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। প্রতিনিয়ত ফোনে আড়িপাতা হচ্ছে। তাই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন। সেভাবেই আমরা কথাবার্তা বলব। সেই অনুযায়ী দলের কর্মসূচি ঠিক করব। আমি প্রতি বুধ এবং শুক্রবার কার্যালয়ে আসব। এই জোনের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা তাদের মতো করে আসবেন। সবার সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে। দল আমাকে অত্যন্ত গুরুদায়িত্ব দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। কিন্তু আবারও বলছি, ফোন করবেন না। হোয়াটসঅ্যাপ করবেন।”

আর এখানেই প্রশ্ন, তাহলে কি বিজেপিতে তৃণমূল থেকে যে সমস্ত নেতাকর্মীরা আসছেন এবং সক্রিয়ভাবে তৃণমূলের বিরুদ্ধে কর্মসূচি করছেন, তাদের ব্যাপারে খোঁজখবর রাখতে শুরু করেছে রাজ্যের শাসক দল! আর তাই অতীতে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন, এবার সেই একই অভিযোগ শোনা গেল শোভন চট্টোপাধ্যায়ের গলায়! সত্যিই কি তাহলে শোভন চট্টোপাধ্যায়ের ফোনে এবার আড়ি পাততে শুরু করেছে রাজ্য সরকার! তা না হলে এত দিন শোভন চট্টোপাধ্যায় এই ব্যাপারে কোনো অভিযোগ না করলেও, দলে সক্রিয় হবার সাথে সাথেই কেন তার গলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুনতে পাওয়া গেল! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেও বেশ কিছুদিন ধরে নীরবতা পালন করছিলেন। সেভাবে দলের কোনো সক্রিয় কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যায়নি তাকে। কিন্তু সাম্প্রতিককালে দলের কর্মসূচিতে উপস্থিত থেকে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে শুরু করেছেন শোভন চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এতদিন তাকে নিয়ে জল্পনা চললেও তিনি যে এখন বিজেপিতে থেকেই কাজ শুরু করে দিলেন, তা বলাই যায়।

আর এই পরিস্থিতিতে দলের কর্মসূচিতে সক্রিয় হওয়ার সাথে সাথেই নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার বিস্ফোরক অভিযোগ করে রীতিমতো শোরগোল তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়কার প্রিয় শোভন চট্টোপাধ্যায়। যা তৃণমূল সরকারের ঘুম উড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!