লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর আগামীকালের ঘোষণায় সুবিধা পাবেন দেশের ৩২ কোটি মানুষ? জাতীয় August 14, 2018 দেশের স্বাধীনতা দিবসের দিন প্রাতঃকালে প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে আগামী দিনে কথা ভেবে প্রধানমন্ত্রী কী ঘোষণা করেন এখন শুধু সেটা জানাই যেন দেশের মানুষের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে। সূত্র মারফত জানা গিয়েছে প্রধানমন্ত্রী এবছর জনধন যোজনায় একাধিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন। তার মধ্যে রয়েছে জনধন যোজনায় ওভারড্রাফ্টের সুবিধা দ্বিগুণ করে ১০ হাজার টাকা করার সম্ভবনা। উল্লেখ্য বর্তমানে কোনও জরুরি অবস্থায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তাঁর পরিবার পাঁচ হাজার টাকা তুলতে পারে। একই সাথে ঐ গ্রাহক যদি স্বল্প পুঁজির ব্যবসা শুরু করে সেক্ষেত্রে বাড়তি কিছু সুযোগ সুবিধা লাভের সম্ভবনা রয়েছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। এমনকি পুনরায় জনধন যোজনায় ব্যাঙ্কের খাতা খোলার প্রক্রিয়া শুরু করার সম্ভবনার কথা জানিয়েও প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারেন। সুখম বিমা যোজনায় ডেবিটকার্ড হোল্ডারদের দুর্ঘটনা বীমার অর্থ এক লক্ষ টাকা থেকে বৃদ্ধি করাও হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৪ সালে এই জনধন যোজনার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দেশবাসী এই যোজনার প্রথম পর্যায়ের কাজ শেষ হয় ২০১৫ সালের ১৪ ই অগস্ট। জানা গিয়েছে এতদিন অবধি ৩২.২৫ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টে জমা অর্থের পরিমান ৮০,৬৭৪.৮২ কোটি টাকা। সরকার এবার রূপে ডেবিট কার্ড ব্যবহারে উদ্যোগ নিতে চলেছে বলে জানা গিয়েছে। সরকারী সূত্র মোতাবেক এখনও ১০-১২ কোটি মানুষের কাছে এই সুবিধা পৌঁছয়নি। এবার তাঁদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্যে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনার মতামত জানান -