এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য বাজেট নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত! নিজের হাতে রাশ নিলেন মমতা!

রাজ্য বাজেট নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত! নিজের হাতে রাশ নিলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বছরের প্রথম অধিবেশন শুরু হলে তা রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু করাই রীতি। কিন্তু এবার সেই ব্যবস্থাতে বদল ঘটেছে। যার ফলে বিরোধী থেকে শুরু করে রাজ্যের সাংবিধানিক প্রধান প্রশ্ন তুলেছে সরকারের বিরুদ্ধে। আর এই প্রশ্ন নিয়ে যখন অস্বস্তিতে রাজ্য সরকার, ঠিক তখনই রাজ্য বাজেট নিয়ে বড় সিদ্ধান্ত সামনে এল। যেখানে প্রতিবার নিয়ম অনুসারে অর্থমন্ত্রী বাজেট পেশ করলেও, এবার সেখানে বদল আসতে চলেছে।

জানা গেছে, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পাঠ করবেন। স্বাভাবিকভাবেই হঠাৎ করে অর্থমন্ত্রীর বদলে কেন মুখ্যমন্ত্রী রাজ্য বাজেট পাঠ করবেন, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে কৌতুহল। অনেকে বলছেন, বর্তমানে বাড়িতেই রয়েছে অর্থমন্ত্রী অমিত মিত্র। করোনা পরিস্থিতির কারণে চিকিৎসকরা তাকে বাইরে বেরোতে নিষেধ করেছেন। তাই এই পরিস্থিতিতে এবার রাজ্য বাজেট পাঠ করবেন না তিনি। যার ফলে অর্থমন্ত্রীর বদলে সেই বাজেট পাঠ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এই ব্যাপারে রাজ্যপাল জাগদীপ ধনকারকে একটি চিঠি দিয়েছেন। যেখানে তিনি এই বছর বাজেট পড়া থেকে অব্যাহতি চেয়েছেন। পাশাপাশি ওই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাজেট পাঠ করেন, তার অনুমতি নেওয়ার জন্য প্রস্তাব করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনা নিয়ে এখন রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, খুব একটা বড় কিছু না হলে প্রতি বছর বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। কিন্তু এবার করোনা পরিস্থিতি সহ অন্যান্য নানা কারণে চিকিৎসকদের বিধিনিষেধের জন্য বাড়ি থেকে বের হতে পারছেন না তিনি। যার কারণে বিধানসভায় আসতে পারবেন না অর্থমন্ত্রী অমিত মিত্র।

আর এই পরিস্থিতিতে তার অনুপস্থিতিতে এই বাজেট প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, তার জন্য মুখ্যমন্ত্রীর নাম রাজ্যপালের কাছে প্রস্তাব করলেন রাজ্যের অর্থমন্ত্রী। ইতিমধ্যেই রাজভবনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বাজেট পাঠ করলে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে এবার রাজ্য বাজেট পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!