এখন পড়ছেন
হোম > Uncategorized > এবার রাজ্য সরকারের বড়োসড়ো দায়িত্বে মদন মিত্র, হাসিমুখে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রীকে

এবার রাজ্য সরকারের বড়োসড়ো দায়িত্বে মদন মিত্র, হাসিমুখে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রীকে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মদন মিত্র। তবে, যথেষ্ঠ রকম সাফল্য পেলেও প্রশাসনে যেমন তাঁকে কোন দায়িত্ব দেয়া হয়নি, তেমনি দলের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ পদ পান নি, কামারহাটি পুরসভাও দায়িত্ব নিতে চেয়েও সে দায়িত্ব পাননি তিনি, তাই কিছুটা আক্ষেপ ছিল তাঁর। তবে, এবার মুখ্যমন্ত্রী তাঁর আশা পূরণ করলেন।

রাজ্যের পরিবহন নিগমের দায়িত্ব দেয়া হলো মদন মিত্রকে। সিটিসি, সিএসটিসি, ডাব্লুবিএসটিসি নিগমকে মিলিয়ে করা হয়েছে ডাব্লুবিটিসি বা পশ্চিমবঙ্গ পরিবহন লিগম। এবার তার চেয়ারম্যান করা হলো মদন মিত্রকে। গতকাল তিনি পরিবহন ভবনে যান। আধিকারিকদের সঙ্গে পরিচয় করেন। দপ্তরের ব্যাপারে কিছু খোঁজখবরও নেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দায়িত্ব লাভের পর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে নতুন দায়িত্ব তিনি শুরু করলেন। যথাযথ দায়িত্ব পালনের চেষ্টা করবেন তিনি। মুখ্যমন্ত্রী যে কথা দেন, সে কথা যে অক্ষরে অক্ষরে পালন করেন, আজ আবার তা তিনি দেখলেন। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মদন মিত্র।

অন্যদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হলো প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। যার ভাইস চেয়ারম্যান হলেন বিনয় কৃষ্ণ বর্মন, সাবিত্রী মিত্র, মৃদুল গোস্বামী। দীর্ঘদিন পর আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত মদন মিত্র। মুখে হাসি নিয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!