এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার, ভূতের লেখা ঘিরে জল্পনা অনুব্রত গড়ে!

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার, ভূতের লেখা ঘিরে জল্পনা অনুব্রত গড়ে!

বিভিন্ন জায়গায় তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে পৌরসভা নির্বাচনের আগে উঠছে নানা দুর্নীতির অভিযোগ। আর এবার অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমের সিউড়িতে এক তৃণমূল কাউন্সিলরকে কাঠগড়ায় তুলে তার বিরুদ্ধে লিফলেট ছড়িয়ে পড়ল। যা নিয়ে ইতিমধ্যেই নানা চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, বুধবার সিউড়ি পৌরসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডে একটি লিফলেট ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। যেখানে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে “খিতেন দাস আর না” বলে সেখানে স্লোগান তোলা হয়েছে। কিন্তু কে বা কারা এই লিফলেট ছড়াল?

এখন তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। জানা যাচ্ছে, লিফলেটের একজন নিচে লেখা রয়েছে, “লেখক ভূত।” আর এতেই জল্পনা আরও বাড়তে শুরু করেছে। জানা গেছে, ইতিমধ্যেই সেই তৃণমূল কাউন্সিলর সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এইরকম লিফলেট রীতিমত তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে বলেই দাবি রাজনৈতিক মহলের। অনেকে বলছেন, এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে।

আর তার ফলেই স্থানীয় কাউন্সিলরের দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধ গোষ্ঠী এইরকম লিফলেট ছড়িয়ে দিয়েছে। যদিও বা গোষ্ঠীদ্বন্দ্বের কথা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে সিউড়ি 2 ব্লকের প্রাক্তন যুব তৃনমূলের সভাপতি পবিত্র দাস বলেন, “কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যারা এসব কথা বলছে, তারা বিজেপির সঙ্গে যুক্ত। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যই এমন কথা বলা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে এই ব্যাপারে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সিউড়ি পৌরসভায় তৃণমূলের পক্ষ থেকে গঠিত কমিটির চেয়ারম্যান বিকাশ রায় চৌধুরী। তিনি বলেন, “এই লিফলেট বিজেপি ছড়িয়েছে। এইরকম ঘৃণ্য রাজনীতি কেবল ওরাই করতে পারে।” তবে বিজেপির তরফে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলাফল। ওই কাউন্সিলরের সম্পত্তি সম্পর্কে যেভাবে পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে, তাতে এটা স্পষ্ট যে, তৃণমূলের কেউ এই লিফলেট বিলি করেছে। যত পৌরভোট এগোবে, এরকম আরও লিফলেট বেরিয়ে আসবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল এখন ড্যামেজ কন্ট্রোল করতেই এই ব্যাপারে বিজেপির দিকে দোষারোপ করছে। কিন্তু যেখানে অনুব্রত মণ্ডলের মত দাপুটে তৃণমূল নেতা রয়েছে, যেখানে তার দাপটে কার্যত বিরোধীরা তটস্থ, সেখানে কিভাবে বিরোধীদের সাহস হবে! তাই সকলের মনেই এখন জাঁকিয়ে বসতে শুরু করেছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তবে সত্যিই যদি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই লিফলেট পরে, তাহলে আসছে পৌর নির্বাচনে তৃণমূলকে চরম সমস্যার মুখে পড়তে হবে বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!