এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “কিভাবে চুরি আটকাতে হয়, দেখিয়ে দিয়েছেন” হেভিওয়েট মন্ত্রীর প্রশংসায় স্বয়ং শুভেন্দু!

“কিভাবে চুরি আটকাতে হয়, দেখিয়ে দিয়েছেন” হেভিওয়েট মন্ত্রীর প্রশংসায় স্বয়ং শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- “হিসাব না দিলে, অর্থ দেওয়া হবে না” একশো দিনের কাজ থেকে শুরু করে একাধিক বিষয় কেন্দ্রের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে না বলে রাজ্য যে অভিযোগ করছে, তার পরিপ্রেক্ষিতে এমনটাই জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় দপ্তর। রাজ্যের একাধিক কেন্দ্রীয় প্রকল্পে নয়ছয় হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রীর কাছে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হলে এবং নয়ছয় হলে টাকা যাতে দেওয়া না হয়, সেই বিষয়টি নিয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। আর তার সেই আর্জিতে যে যথেষ্ট কাজ হয়েছে, তা স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের প্রশংসা করে অন্যান্য কেন্দ্রীয় দপ্তরগুলোও যাতে খতিয়ে দেখেই রাজ্যকে টাকা দেয়, সেই বিষয়টি তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, এদিন বিজেপির কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা। আর সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের প্রশংসা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “আমি এই সভায় উপস্থিত থাকার সকলের কাছে আবেদন করব, আপনারা সকলে গিরিরাজ সিংহের জন্য একটা হাততালি দিন। তিনি যেভাবে রাজ্যের চুরি আটকাতে কাজ করেছেন, তা প্রশংসনীয়। তিনি দেখিয়ে দিয়েছেন, কিভাবে চুরি আটকাতে হয়। আর তার মত করেই যাতে আগামী দিনে অন্যান্য কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো চলে, সেটা আমরা আশা রাখব।” অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ যেভাবে রাজ্যের কাছ থেকে হিসাব নিয়েই টাকা ছাড়ার কথা বলেছেন, অন্যান্য দপ্তরের ক্ষেত্রেও যাতে সেই বিষয়টি মেনে চলা হয় এবং রাজ্যকে বাড়তি সুবিধে দেওয়া না হয়, সেই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই বৈঠক থেকেই আবেদন জানিয়েছেন শুভেন্দুবাবু।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দুবাবুর এই বক্তব্য থেকেই স্পষ্ট যে, রাজ্যকে কোনোমতেই বাড়তি সুবিধে দিতে চাইছে না বর্তমান বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ দেওয়া হলে রাজ্য সরকার যে সেই অর্থকে তছরুপ করছে, তা বারবার কেন্দ্রের কাছে অভিযোগ সহ দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাজ্যের বিরোধী দলের সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রাজ্যের দুর্নীতি আটকাতে সব রকম পদক্ষেপ করেছেন। তাই অন্যান্য কেন্দ্রীয় দপ্তরগুলোও যাতে রাজ্যকে অর্থ দেওয়ার আগে সমস্ত বিষয় খতিয়ে দেখেই সেই অর্থ প্রদান করে, সেই ব্যাপারে কেন্দ্রের কাছে আবেদন জানিয়ে রাজ্যের চাপ বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!