এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “টাকা বন্ধ করতে বলব” শুভেন্দুর রোষে চরম বেকায়দায় পড়তে চলছেন মমতা!

“টাকা বন্ধ করতে বলব” শুভেন্দুর রোষে চরম বেকায়দায় পড়তে চলছেন মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় প্রকল্পের নাম যদি রাজ্য বদল করে দেয়, তাহলে তাদের টাকা দেওয়া উচিত নয় বলে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। আর সেই আবেদনের সাড়া দিয়ে বেশ কিছু ক্ষেত্রে কাজ হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল হলেও সেই সমস্ত প্রকল্পের টাকা রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে। আর এবার দলের কার্যকারিনী বৈঠকে কেন্দ্রীয় মৎস্য যোজনার নাম পরিবর্তন করে বাংলা মৎস্য যোজনা করা হয়েছে বলে প্রতিবাদ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে অবিলম্বে এই টাকা বন্ধ করে দেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে আবেদন জানাবেন বলেও হুশিয়ারি দিলেন এই বিজেপি নেতা। আর যদি শুভেন্দু অধিকারীর কথা মতো কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আগামী দিনে যে আরও বেকায়দায় পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, রবিবার বিজেপির কার্যকারিনী নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই বেশ কিছু প্রকল্পের নাম বদল নিয়ে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এখনও পর্যন্ত বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হচ্ছে। প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদল করে বাংলা মৎস্য যোজনা করা হয়েছে। কালকেই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখব। টাকা বন্ধ করতে বলব।” আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে, বাংলাকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে দিয়ে ভাতে মারার চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে দিয়ে তা আবার প্রমাণিত হয়ে গেল। যদিও বা বিজেপির পক্ষ থেকে সেই দাবিকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠমহলের বক্তব্য, কেন্দ্রীয় প্রকল্পের নাম তুলে দিয়ে নিজেদের মতো করে নাম দিয়ে বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার যে প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তাতে নিজেদের নাম দিয়ে রাজ্য সরকার প্রচার চালানোর কোনো সুবিধে যাতে না পায়, তার জন্যই এই পদক্ষেপ। তবে টাকা বন্ধ করে দেওয়ার যে হুশিয়ারি শুভেন্দু অধিকারী দিয়েছেন, তা আগামী দিনে রাজ্যকে কতটা চাপে ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!